ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

আমাদের আজকের আলোচনার বিষয় ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে – যা চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি এর অন্তর্ভুক্ত।

ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

ভেজা খাদ্য বল আকারে পুকুরে প্রয়োগ করলে প্রয়োগকৃত খাদ্যের অধিকাংশই পানিতে গলে যায়। যা মাছ সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। ঐ খাদ্য পানিতে সার হিসেবে কাজ করে পরোক্ষভাবে মাছের প্রাকৃতিক খাদ্য (প্ল্যাংকটন) উৎপাদনে সহায়তা করে।

খাদ্যাভ্যাস অনুয়ায়ী সব প্রজাতির মাছ প্রাকৃতিক খাদ্য খেতে ততবেশি অভ্যস্তও নয়। যেমন- সিলভার কার্প, কাতলা, বিগহেড এ জাতীয় মাছ প্রাকৃতিক খাদ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল বলে এদের মুখের আকৃতি এবং ফুলকার সজ্জাবিন্যাসও সেইভাবে তৈরি। তাই এদের প্রোকৃতিক খাদ্য প্রয়োজন। পক্ষান্তরে রুই, মৃগেল, পাঙ্গাশ এ জাতীয় মাছ পুরোপুরি সম্পূরক খাদ্যের ওপর নির্ভরশীল বলে মুখের আকৃতি এবং ফুলকার বিন্যাস প্রাকৃতিক খাদ্য গ্রহণের জন্য ততবেশি উপযোগী নয়।

আবার মুখের আকার ছোট বিধায় একই সময়ে একটি রুই মাছ যতগুলো প্ল্যাংকটন খেতে পারবে সেই সময়ে একটি কাতলা মাছ তার চেয়ে অনেক বেশি প্ল্যাংকটন খেতে পারবে। শুধু তাই নয় রুই মাছের মুখের আকৃতি ছোট বিধায় কাতলার সমপরিমাণ প্ল্যাংকটন খেতে তাকে যতবার মুখ হা এবং বন্ধ (Gulping) করতে হবে তাতে তার যে শক্তি ব্যয় হবে সেটাও আসবে নিশ্চয়ই খাদ্য থেকে এটাও বিবেচ্য হওয়া উচিত।

 

ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

 

আবার ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে একটি বলকে কেন্দ্র করে তার চার পাশে বড় জোড় ১০-১৫টি মাছ সুষ্ঠুভাবে সেই খাদ্য খেতে পারে। কিন্তু বাস্তবে বল খাদ্য প্রয়োগের সঙ্গে সঙ্গে শত শত মাছ সেখানে এসে  ভিড় করে। ফলে খাদ্য নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড কাড়াকাড়ি হয়। তাদের লেজ এবং পাখনা দ্বারা বল খাদ্যের অধিকাংশ ভেঙ্গে পানিতে গলে যায়।

অপেক্ষাকৃত বড় এবং সবল মাছগুলোই প্রতিযোগিতার টিকে খাদ্য গ্রহণ করে। ছোট ও দুর্বল মাছগুলোও খাদ্য গ্রহণের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সময় এবং শক্তি ব্যয় করে। কিন্তু প্রয়োজনীয় পরিমাণ খাদ্য গ্রহণে ব্যর্থ হয়ে ছোট ও দূর্বল মাহগুলো আরও ছোট ও দুর্বল হয়ে যায়। পিলেট খাদ্যে এ সমস্যা নেই।

 

ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

 

বল খাদ্যের অসুবিধা

  • পানিতে দ্রুত গুলে যায় বিধায় খাদ্যের অপচয় বেড়ে যায় ফলে সঠিক পুষ্টিমান রক্ষা করা যায় না;
  • প্রয়োগকালীন সময়ে অল্প জায়গা দখল করে বিধায় খাদ্য নিয়ে মাছের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়;
  • মাছের মুখের ব্যাস অনুযায়ী তৈরি করা যায় না;
  • অব্যবহৃত খাদ্যকণা পচে গিয়ে পানি ও পুকুরের তলদেশ দূষণের সম্ভাবনা থাকে?
  • খৈল পচে খারাপ গন্ধের সৃষ্টি হয় বিধায় অনেকে বল খাদ্য তৈরি করতে চায় না;
  • এক দিনের বেশি সংরক্ষণ করা যায় না ।

পিলেট খাদ্যের সুবিধা

  • পিলেট খাদ্যের পুষ্টিমান অবিকৃত অবস্থায় বিদ্যমান থাকে বিধায় মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি নিশ্চিত হয়,
  • এ জাতীয় খাদ্য মাছের মুখের ব্যাস অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। ফলে যে কোনো আকারের মাছ –
  • খুব সহজেই এ খাদ্য গ্রহণ করতে পারে; উন্নত মানের বাইন্ডার ব্যবহারের কারণে উক্ত খাদ্য খুব সহজে পানিতে গলে না বিধায় প্রয়োগকৃত
  • খাদ্যের অধিকাংশই মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে;
  • এ জাতীয় খাদ্য পরিবহন, প্রয়োগ এবং সংরক্ষণ খুবই সহজ;
  • ভেজা খাদ্যের খারাপ গন্ধের কারণে খাদ্য প্রদানে আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে নিয়মিত খাদ্য প্রদান করে না। অথচ পিলেট জাতীয় খাদ্যের সেই ধরনের কোন কটু গন্ধ নেই। এমনকি প্রয়োগকালীন সময়ে তেমন কোন ঝামেলাও পোহাতে হয় না বিধায় যেকোন লোক, যেকোনো সময়ে এ জাতীয় খাদ্য প্রয়োগ করতে পারেন,
  • পিলেটজাতীয় খাদ্য প্রয়োগের ক্ষেত্রে বেশি সময় ব্যয় হয় না।

খাদ্য প্রয়োগ হার :

মজুদকৃত মাছের জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন তা জানার জন্য অবশ্যই পুকুরে বিদ্যমান মাছের মোট জীবভর বের করতে হবে। আর এজন্য প্রথমেই মজুদকৃত মাছের গড় ওজন বের করে সেই গড় ওজনকে মজুদকৃত মাছের মোট সংখ্যা দ্বারা গুণ করলে মোট জীবভর (Biomass) পাওয়া যাবে। জীবভরকে শতকরা হার (%) দ্বারা গুণ করলে প্রয়োজনীয় মোট খাদ্যের পরিমাণ পাওয়া যাবে। যা নিচে সারণি – ৮ এ দেখানো হলো ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সারণি-৮ : প্রজাতি ভিত্তিক খাদ্য চাহিদা

 

ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

 

যদি ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ মজুদ করা হয় তাহলে নমুনায়নের (Sampling) মাধ্যমে প্রত্যেক প্রজাতির মাছের আলাদা আলাদাভাবে গড় ওজন এবং জীবভর বের করে পরে সেগুলো আলাদা আলাদাভাবে যোগ করতে হবে। যেমন- মজুদকৃত মাছের গড় ওজন ২০ গ্রাম এবং মোট মাছের সংখ্যা ৬০০০টি। তাহলে মোট জীবভর হবে (২০ X ৬০০০ = ১২০০০০ গ্রাম) ১২০ কেজি। প্রত্যেক দিন মজুদকৃত মাছের দৈহিক ওজনের ৫% হারে খাদ্য প্রয়োগ করলে মোট ৬ কেজি খাদ্যের প্রয়োজন হবে।

ছোট মাছের খাদ্যের চাহিদা বেশি বিধায় মজুদকালীন সময়ে মাছের দৈহিক ওজনের ১০% এবং পরবর্তীতে আস্তে আস্তে কমিয়ে ২% এ আনা যেতে পারে। এভাবে আস্তে আস্তে মাছ যত বড় হবে খাদ্য প্রয়োগের হার তত কমে আসবে কিন্তু মোট খাদ্যের পরিমাণ বেড়ে যাবে । তবে অবশ্যই নমুনায়নের মাধ্যমে মাছের দৈহিক বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আস্তে আস্তে খাদ্যের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।

সারণি – ৯ : মাসভিত্তিক মাছের খাদ্য প্রযোগের হার

 

ভেজা খাদ্য বল আকারে প্রয়োগ করলে কী ঘটে

 

খাদ্য প্রয়োগে সতর্কতা

  • পুকুরে নিয়মিত (দিনে কমপক্ষে ২ বার) খাদ্য দিতে হবে,
  • খাদ্য অবশ্যই টাটকা এবং স্বাস্থ্যসম্মত হতে হবে তা না হলে মাছ অনেক সময় খাদ্য গ্রহণে অনীহা দেখায়;
  • পুকুরের পানির তাপমাত্রা এবং গুণাগুণের তারতম্যের সাথে খাদ্য প্রয়োগ হারও কমবেশি হবে;
  • পুকুরে প্ল্যাংকটনের পরিমাণ খুব বেশি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে; –
  • ১৫ দিন অন্তর কিংবা মাসে একবার নমুনা সংগ্রহ করে মাছের দৈহিক বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে খাদ্যের পরিমাণ ঠিক করতে হবে;
  • পুকুরের পানির গভীরতা এবং তাপমাত্রা খুব কমে গেলে খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে হবে;
  • প্রতিদিন একই সময় একই স্থানে খাদ্যদানীতে খাদ্য প্রয়োগ করতে হবে;
  • নিয়মিত খাদ্যদানি পরিষ্কার করতে হবে ও
  • শীতকালে খাবার প্রয়োগের পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে আনা যেতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment