চাষযোগ্য মাছের পরিপক্বতা ও প্রজনন আচরণ অধ্যায়ের প্রশ্নমালা ৬

আজকে আমাদের আলোচনার বিষয়-চাষযোগ্য মাছের পরিপক্বতা ও প্রজনন আচরণ অধ্যায়ের প্রশ্নমালা ৬

চাষযোগ্য মাছের পরিপক্বতা ও প্রজনন আচরণ অধ্যায়ের প্রশ্নমালা ৬

প্রশ্নমালা-৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। কোন ব্রুড মাছের পেট চিকন থাকে?

২ । প্রজননের জন্য বাছাইকালে পুরুষ ও স্ত্রী মাছের মধ্যে কোনটি বেশি নেয়া হয়?

৩ । প্রজনন প্রভাবিত করে এমন ২টি হরমোন এর নাম লেখ ।

৪ । সিলভার কার্প এর প্রণোদিত প্রজননে কোন হরমোন ব্যবহার করা হয়?

৫। বেশির ভাগ হ্যাচারি মালিকগণ কোন হরমোন ব্যবহার করেন?

৬ । ঠাণ্ডা আবহাওয়া প্রজননের জন্য হরমনের পরিমাণ কম না বেশি লাগে ?

৭। রুই-মৃগেল মাছের প্রজননের জন্য কয়টি ইনজেকশন দিতে হয়?

৮ । মাছের দেহে কোন কোন জায়গায় ইনজেকশন দিতে হয়?

৯ । ব্রুড মাছকে অচেতন করার জন্য ব্যবহার করা হয় এমন একটি ঔষধের নাম লিখ ।

১০ । ওভুলেশন বলতে কী বুঝায় ?

১১। কমনকার্প বছরে কতবার ডিম দেয়?

১২ । প্রাকৃতিক প্রজননে কমন কার্পের ডিম ফুটাতে কত সময় লাগে ?

১৩। থাই পাঙ্গাশের প্রজননে কোন হরমোন ব্যবহৃত হয়?

১৪ । থাই পাঙ্গাশের ব্রুড প্রতি শতাংশে কত কেজি রাখা হয় ।

১৫ । থাই কৈ মাছের বৈজ্ঞানিক নাম লেখ ।

১৬ । থাই কৈ মাছ কীভাবে আহরণ করা যায়?

১৭ । থাই কৈ মাছের প্রধান খাদ্য কী?

১৮ । থাই কৈ মাছের ব্রুড ব্যবস্থাপনায় মজুদ ঘনত্ব কী হওয়া উচিত?

১৯ । থাই পাঙ্গাশের প্রণোদিত প্রজননের ক্ষেত্রে হরমোনের মাত্রা লেখ ।

২০ । থাই কৈ মাছের প্রণোদিত প্রজননের ক্ষেত্রে হরমোনের মাত্রা লেখ ।

২১। শিং মাছ কী কী খায়?

২২ । মাগুর মাছের মিল্ট কীভাবে সংগ্রহ করা হয়?

 

চাষযোগ্য মাছের পরিপক্কতা ও প্রজনন আচরণ

সংক্ষিপ্ত প্রশ্ন

১. থাই কৈ মাছ চাষকালে পুকুর নির্বাচনের কোন বিষয়টি খেয়াল রাখতে হয়?

২. শিং/মাগুর মাছের রেণুর খাদ্য তালিকা লেখ ।

৩. সহজাত প্রক্রিয়া বলতে কী বুঝায় ?

৪. পুরুষ ও স্ত্রী থাই কৈ মাছের পার্থক্য লেখ।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

রচনামূলক প্রশ্ন

১. থাই পাঙ্গাশ মাছের ব্রুড ব্যবস্থাপনার বর্ণনা দাও ।

২. থাই কৈ মাছের প্রণোদিত প্রজননের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর ।

৩. শিং মাছের নার্সারি ব্যবস্থাপনা বর্ণনা কর ।

৪. মাগুর প্রণোদিত প্রজননের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর ।

৫. কমন কার্পের প্রাকৃতিক প্রজননের আলোচনা কর ।

৬. রুই জাতীয় মাছের প্রণোদিত প্রজননে হরমোন দ্রবণ প্রস্তুত পদ্ধতি বর্ণনা কর ।

৭. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) কর্তৃক মাসওয়ারি রুই জাতীয় মাছের হরমোন প্রয়োগের
মাত্ৰা লেখ ।

৮. গ্রাস কার্পের প্রণোদিত প্রজনন পদ্ধতি লেখ ।

 

চাষযোগ্য মাছের পরিপক্কতা ও প্রজনন আচরণ

 

আরও দেখুন:

Leave a Comment