২ মাসের নিষেধাজ্ঞা ইলিশ ধরায় খবর দিয়ে শুরু করছি মৎস্য গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
২ মাসের নিষেধাজ্ঞা ইলিশ ধরায় | সারা সপ্তাহের খবর
২ মাসের নিষেধাজ্ঞা ইলিশ ধরায়
দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে শুরু করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মুরগির পর ওপরে ঊঠে গেছে মাছেরও দাম
এখনো পর্যায়ে নেই মুরগির দাম । ক্রেতারা মুরগি কিনছেন কম। এতে চাপ বেড়েছে মাছের বাজারে। এই সুযোগে চড়ে গেছে সব ধরনের মাছের দাম। বাজারে ২০০ টাকা কেজির নিচে কোনো মাছ নেই । মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কম দামি মাছ হিসেবে পরিচিত পাঙাশ ও তেলাপিয়াও এখন ২০০ টাকার নিচে নেই। আকারভেদে এই দুই পদের মাছ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নলা মাছের কেজিও ২০০ থেকে ২২০ টাকা। ২০০ টাকার নিচে মিলছে শুধু চাপিলা মাছ। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে।
২৫ কেজির কোরাল
টেকনাফ উপজেলার নাফ নদীতে এক জেলের বড়শিতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। ২৬ মার্চ রোববার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন ঘোলারচর এলাকায় মাছটি ধরা পড়ে।
মৎস্যজীবী লীগের নেতার বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় মৎস্যজীবী লীগের এক ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে রাতের আঁধারে প্রতিবেশীর পুকুরে সেচযন্ত্র লাগিয়ে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই মৎস্যজীবী লীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিকের পরিবারের এক সদস্য। অভিযুক্ত মৎস্যজীবী লীগের নেতার নাম আবদুল আজিজ (৪৮)।

১৩০ কেজি ওজনের শাপলাপাতা মাছ
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৩০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যদিও শাপলাপাতা মাছ শিকার করা ও বেচাকেনা বন্য প্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ।
দেশি মাছ নিষেধাজ্ঞা তুলে নিল কাতার
বাংলাদেশ থেকে হিমায়িত মাছ আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে পাঁচ মাস পর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আবার মাছ রপ্তানির বন্ধ দুয়ার খুলছে। বিশ্বকাপ ফুটবলের আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের মাছ আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল কাতার সরকার।
জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৩১ মার্চ
দেশের ইলিশ সম্পদ উন্নয়নে এবং জাটকা রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও জাটকা আহরণে জেলেদের নিরুৎসাহিত করতে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদযাপন করা হবে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত সারাবিশ্বের দৃষ্টান্ত হবে
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এক সময় সারাবিশ্বের দৃষ্টান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ০১ মার্চ বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
আরও দেখুনঃ