আমাদের আজকের আলোচনার বিষয় লাল স্তর দূরীকরণের উপায় – যা মাছ চাষকালে উদ্ভূত সমস্যা ও তার সম্ভাব্য সমাধান এর অন্তর্ভুক্ত।
লাল স্তর দূরীকরণের উপায়
লাল স্তর দূরীকরণের উপায়
- ধানের খড় অথবা শুকনা কলাপাতা পেঁচিয়ে দড়ি বানিয়ে ঐ দড়ি ভাসমান অবস্থায় পানির উপর দিয়ে আস্তে আস্তে টেনে লাল স্তর একত্র করে এক জায়গায় এনে সহজেই স্কুপ নেট বা হাত জাল দিয়ে তুলে ফেলা যায় ।
- বাতাস প্রবাহের ফলে পুকুরের এক পাশে লাল স্তর জমলে এর উপর ইউরিয়া সারের ঘন দ্রবণ স্প্রে করে লাল স্তর দূরীভূত করা যায় ।
- অল্প পরিমাণ পানিতে কিছু চুন ভিজিয়ে গরম অবস্থায় লাল স্তরের উপর ছিটিয়ে দিলে লাল স্তর দূরীভূত হয় ।
- শতাংশ প্রতি ১০০ গ্রাম পটাশ অ্যালাম বা ফিটকিরি পানিতে গুলে ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। কপার সালফেট বা তুঁতে প্রয়োগ করেও শ্যাওলা জাতীয় লাল স্তর দমন করা যায় ।
- প্রতি শতাংশে ৫-১০ গ্রাম পরিমাণে তুঁতে ছোট ছোট পুঁটলিতে বেঁধে সুতলির সাহায্যে তিন ফুট দূরে দূরে ঝুলিয়ে দিতে হবে । এই পুঁটলির মালা ভাসমান অবস্থায় পানির উপরের স্তর দিয়ে আস্তে আস্তে ১-২ বার পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানলে ভালো ফল পাওয়া যায় ।
- চট জাল বা পাতলা কাপড় দিয়ে মাছ ধরার জালের মতো টেনে লাল স্তর তুলে ফেলা যায় ।
- ১ বিঘা (৩৩ শতাংশ) জলায়তনে ১-২ কেজি রসুন ভালোভাবে থেঁতলে সকালে বা বিকেলে পুকুরে ছিটিয়ে দিলে ১-২ দিনের মধ্যে লাল স্তর দূর হয়ে যায় ।

পুকুরের পানি কমে যাওয়া :
কোনো কোনো এলাকার পুকুরের পানি ধারণ ক্ষমতা কম। ফলে পুকুরে বেশি দিন মাছচাষ উপযোগী পানি থাকে না। যেসব এলাকার মাটি বেলে প্রকৃতির এবং ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে ঐসব এলাকার পুকুরে এ সমস্যা তীব্র আকার ধারণ করে। রাজশাহী বিভাগের বরেন্দ্র এলাকার পুকুরে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। ফলে এসব এলাকার পুকুরে সারা বছর মাছচাষ করা যায় না। অনেক সময় পুকুরের পাশে নদী থাকলেও নদীতে পানি কমে গেলে পুকুরে পানি কমে যায় ।
পুকুরের পানি চুয়ানো বন্ধের উপায়
- পানি চুয়ানো বন্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ ধানের তুষ বা ছাই ব্যবহার করা যেতে পারে।
- পুকুরে অধিক পরিমাণ গোবর, কম্পোস্ট ইত্যাদি জৈব সার দীর্ঘদিন ব্যবহার করলে পুকুরের মাটির আন্তঃছিদ্র পথ বন্ধ হয়ে স্থায়ীভাবে পানি চুয়ানো বন্ধ হয়ে যায় ও
- পুকুর পাড়ে ২ ফুট প্রস্থ তলদেশ বরাবর গর্ত করে তার মধ্য দিয়ে পলিথিন শিট বিছিয়ে পুনরায় মাটি চাপা এবং দুরমুজ করে মাটি শক্ত করে দিতে হবে। এভাবে পানি চুয়ানো বন্ধ করা যেতে পারে। নতুন পুকুরের ক্ষেত্রে এই কৌশল প্রযোজ্য । পুরাতন পুকুরের ক্ষেত্রে এ পদ্ধতি ততটা গ্রহণযোগ্য নয় ।
আরও দেখুনঃ