আমাদের আজকের আলোচনার বিষয় মাছ চাষকালে উদ্ভূত সমস্যা ও তার সম্ভাব্য সমাধান অনুশীলন – যা মাছ চাষকালে উদ্ভূত সমস্যা ও তার সম্ভাব্য সমাধান এর অন্তর্ভুক্ত।
অধ্যায় – ১৭ । মাছ চাষকালে উদ্ভূত সমস্যা ও তার সম্ভাব্য সমাধান অনুশীলন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. মাছ খাবি খায় কে ?
২. অক্সিজেনের অভাবে মাছ মারা গেলে কিভাবে বুঝা যায়?
৩. পানিতে অক্সিজেনের মাত্রা কোন সময় সবচেয়ে কম থাকে?
৪. পুকুরের পানি কেন ঘোলা থাকে ?
৫. পানি ঘোলা থাকলে কী ধরনের অসুবিধা হয় ?
৬. ঘোলাত্ব দূর করার জন্য শতাংশ প্রতি কতটুকু চুন দেয়া দরকার
৭. ঘোলাত্ব দূর করার জন্য ব্যবহৃত গোবর সারের মাত্রা কত?
৮. পুকুরের তলায় সৃষ্টি হয় এমন একটি গ্যাসের নাম লেখ।
৯. পুকুরে গ্যাস সৃষ্টি হলে মাছ চাষে কী ধরনের অসুবিধা হয়?
১০. কীভাবে সহজে পুকুরের তলদেশের গ্যাস দূর করা যায়?
১২. পানির উপর সবুজ স্তর সৃষ্টি হলে মাছচাষে কী অসুবিধা হয় ?
১৩. সবুজ স্তর নিয়ন্ত্রণের জন্য কী মাত্রায় তুঁতে ব্যবহার করতে হবে?
১৪. কোন মাছ ছেড়ে পুকুরের সবুজ স্তর নিয়ন্ত্রণ করা যায়?
১৫. পানিতে লাল স্তর থাকলে মাছচাষে কী অসুবিধা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. মাছ চাষকালে উদ্ভব হয় এমন ২টি সমস্যার নাম লেখ।
২. পানিতে কেন দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়?
৩. পুকুরের পানির ঘোলাত্ব নিবারণের দুইটি পদ্ধতির নাম লেখ।
৪. পুকুরের তলদেশে কেন গ্যাস সৃষ্টি হয়? গ্যাস হলে মাছ চাষের কী কী অসুবিধা হয়?
৫. পানিতে লাল স্তর কেন হয় ? মাছচাষে এর প্রভাব বর্ণনা কর।
৬. লাল স্তর নিয়ন্ত্রণে কী কী পদ্ধতি ব্যবহার করা হয়?
৭. পুকুরের পানি কী কী কারণে দ্রুত শুকিয়ে যায়?
রচনামূলক প্রশ্ন
১. পুকুরে মাছ খাবি খায় কেন? এ সমস্যা প্রতিকারের উপায়সমূহ বর্ণনা কর ।
২. কী কী কারণে মাছের বৃদ্ধি কম হয়? পুকুরের গ্যাস নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা কর ।
৩. পুকুরের পানির ঘোলাত্ব দূরকরণের উপায়সমূহ বর্ণনা কর ।
৪. পুকুরে কেন সবুজ স্তর তৈরি হয়? মাছচাষে এর প্রভাব কী?
আরও দেখুনঃ