আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের মৎস্য সম্পদ অনুশীলন – যা বাংলাদেশের মৎস্য সম্পদ এর অন্তর্ভুক্ত।
অধ্যায় – ১ । বাংলাদেশের মৎস্য সম্পদ অনুশীলন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. আমাদের প্রয়োজনীয় প্রাণিজ আমিষের শতকরা কত ভাগ মৎস্য সম্পদ থেকে পাওয়া যায়?
২. ছোট মাছে কোন ভিটামিন বেশি পাওয়া যায়?
৩. কোন মাছে ভিটামিন ‘এ’ বেশি পাওয়া যায়?
8. মলা মাছে কোন ভিটামিন থাকে?
৫. কোন মাছ খেলে আয়োডিনের অভাব দূর হয়?
৬. রুই মাছে প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ আমিষ পাওয়া যায়?
৭. পাঙ্গাশ মাছে প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চর্বি পাওয়া যায়?
৮. শিং মাছে প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ লৌহ পাওয়া যায়?
৯. পুষ্টি বিজ্ঞানীদের সুপারিশ অনুয়ায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কী পরিমাণ আমিষ জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন?

১০. আমাদের দেশে মৎস্য সম্পদের ওপর সার্বক্ষণিক নির্ভরশীল লোকের সংখ্যা কত?
১১. জাতীয় আয়ের কত শতাংশ মৎস্য সম্পদ থেকে আসে?
১২. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে মোট কত প্রজাতির মাছ পাওয়া যায়?
১৩. আমাদের দেশে প্লাবনভূমির পরিমাণ কত?
১৪. ২০১৪-২০১৫ সালে মৎস্য সম্পদ রপ্তানি করে কত টাকা অর্জিত হয়েছে?
১৫. আমাদের সামুদ্রিক জলসম্পদে মোট কত প্রজাতির মাছ পাওয়া যায়?
১৬. বিশ্বে মাছ চাষের উপর রচিত প্রথম বইয়ের নাম কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী মাছের তিনটি পুষ্টিগুণ উল্লেখ কর।
২. আমাদের জলসম্পদকে কত ভাগে ভাগ করা যায়?
৩. আমাদের সামুদ্রিক জলসম্পদ কী কী মৎস্য-সম্পদে সমৃদ্ধ ?
8. মৎস্য-সম্পদ হ্রাসের চারটি মানবসৃষ্ট কারণের নাম উল্লেখ কর।
৫. মৎস্য-সম্পদ হ্রাসের দুটি প্রতিকার উল্লেখ কর।
রচনামূলক প্রশ্ন
১. কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য-সম্পদের ভূমিকা আলোচনা কর।
২. দেশের রপ্তানি বাণিজ্যে মৎস্য-সম্পদের ভূমিকা বর্ণনা কর ।
৩. দেশের অভ্যন্তরীণ জলসম্পদের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
8. মৎস্য-সম্পদ হ্রাসের কারণ এবং প্রতিকারসমূহ সংক্ষেপে আলোচনা কর।
আরও দেখুনঃ