গলদা চিংড়ির প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৪র্থ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – গলদা চিংড়ির প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা । যা ” গলদা চিংড়ির প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

গলদা চিংড়ির প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা

 

প্রশ্নমালা

এক কথায় উত্তর দাও

১. গলদা চিংড়ির লার্ভা পর্যায় লবণাক্ত পানিতে সম্পন্ন হয় তা সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন?

২. ড. লিং কত সালে গলদা চিংড়ির পোনা উৎপাদন করেন?

৩. মৎস্য অধিদপ্তর প্রথম কত সালে গলদা হ্যাচারি স্থাপন করে?

৪. পানি ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে গলদা হ্যাচারিকে কয় ভাগে ভাগ করা যায়?

৫. গলদা হ্যাচারির জন্য ভূগর্ভস্থ পানির পিএইচ-এর মাত্রা কত হতে হবে?

৬. ব্রাইনের পরিমাণ নির্ধারণের সূত্রটি লিখ।

৭. হ্যাচারিতে সাধারণত কত ধরনের সম্পূরক খাদ্য ব্যবহার করা হয়?

৮. হ্যাচিং ট্যাংকে প্রতি বর্গমিটারে কয়টি ডিমওয়ালা চিংড়ি মজুদ করা হয়?

৯. লার্ভা প্রতিপালন ট্যাংকে লার্ভা কতটি পর্যায় অতিক্রম করে পিএল-এ রূপান্তরিত হয়?

১০. খোলা পানি পদ্ধতি হ্যাচারিতে এলআরটি-তে প্রতিদিন কি পরিমাণ পানি পরিবর্তন করা হয়?

১১. পূর্ণ বয়স্ক আর্টিমিয়ার গড় দৈর্ঘ্য কত?

১২. আর্টিমিয়া সিস্ট থেকে নপ্লি উৎপাদনের পদ্ধতি কয়টি?

১৩. লার্ভায় Idiophathic Muscle Necrosis রোগের লক্ষণ কি?

১৪. ৮০ পিপিটি অপেক্ষা অধিক লবণাক্ততা সম্পন্ন সমুদ্রের পানিকে কী বলা হয়?

১৫. গলদা চিংড়ি হ্যাচারি পরিচালনায় কত পিপিটি এর ব্রাইন ব্যবহার করা হয়?

১৬. ব্রাইন সংগ্রহের উপযুক্ত সময় কখন?

১৭. গলদা হ্যাচারিতে কোনো ধরনের স্টেরিলাইজার ব্যবহার করে সকল প্রকার জীবাণু নির্মূল করা সম্ভব?

১৮. বায়োফিল্টারের লবণাক্ত পানিতে হেটারাট্রেফিক ব্যাকটেরিয়া জন্মানোর জন্য কোন প্রজাতির মাছ ব্যবহার করা হয়?

১৯. বায়োফিল্টারের পানির তাপমাত্রা কত হওয়া উচিত?

২০. বায়োফিল্টারের পানির পিএইচ কত হওয়া উচিত?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. পুনঃসঞ্চালন পদ্ধতির হ্যাচারি সম্পর্কে সংক্ষেপে লেখ।

২. কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গলদা হ্যাচারি ডিজাইন করা হয় লেখ।

৩. লার্ভা প্রতিপালন ট্যাংক সম্পর্কে সংক্ষেপে লেখ।

৪. আর্টিমিয়া কী?

৫. ডিমওয়ালা চিংড়ি খাপ খাওয়ানো বলতে কী বোঝ?

৬. গলদা হ্যাচারিতে সৃষ্ট ইধপঃবৎপ্রধষ ঘবপৎড়ংরং রোগের লক্ষণ লেখ।

৭. হ্যাচারির বিভিন্ন ট্যাংক ও অন্যান্য অবকাঠামোর স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা সম্পর্কে লেখ।

৮. বাংলাদেশে ব্রাইনের প্রাপ্তিস্থানগুলোর নাম লেখ।

৯. গলদা হ্যাচারিতে বায়োফিল্টারের কাজগুলো লেখ।

 

গলদা চিংড়ির প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৪র্থ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

রচনামূলক প্রশ্ন।

১. গলদা হ্যাচারির স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর।

২. গলদা হ্যাচারিতে ব্যবহার্য বিভিন্ন ট্যাংকের বর্ণনা দাও।

৩. গলদা হ্যাচারিতে ব্রাইন ও আর্টিমিয়া সিস্ট-এর পরিমাণ নির্ধারণের পদ্ধতি বর্ণনা কর।

৪. গলদা হ্যাচারিতে ফরমালিনের ব্যবহার বর্ণনা কর।

৫. গলদা হ্যাচারিতে ব্যবহার্য খাদ্য ও খাদ্য উপকরণসমূহ বর্ণনা কর।

৬. গলদা হ্যাচারির হ্যাচিং ট্যাংক ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর।

৭. গলদা হ্যাচারির লার্ভা প্রতিপালন ট্যাংকে খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর।

৮. লার্ভা প্রতিপালন ট্যাংকে পানি ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর।

৯. লার্ভা প্রতিপালন ট্যাংক পরিষ্কারকরণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি বর্ণনা কর।

১০. গলদা হ্যাচারিতে ইউভি স্টেরিলাইজার ব্যবহার সম্পর্কে বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment