Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা

সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা

আমাদের আজকের আলোচনার বিষয় সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা।

সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা

 

 

সমন্বিত মৎস্য চাষ (Integrated Fish Farming) হচ্ছে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে খামারের পরিবেশগত ভারসাম্য বজায় রেখে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্যে একই জমিতে, একই মাধ্যমে উৎপাদন বাড়ানোই সমন্বিত মৎস্য চাষের মূল উদ্দেশ্য। সময়ে, একই সাথে একাধিক ফসল উৎপাদন করা। যেমন- ধান ও মাছ চাষ, মাছ ও হাঁস-মুরগি চাষ, মাছ ও শাক সবজি চাষ, মাছ ও গবাদি পশু পালন ইত্যাদি। খামারের বর্জ্যের উপযুক্ত ব্যবহার করে কম বিনিয়োগের

সমন্বিত মৎস্য চাষের সুবিধাসমূহ

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সমন্বিত মৎস্য চাষের অসুবিধাসমূহ

 

 

সমন্বিত মৎস্য চাষের ক্ষেত্রসমূহ :

গ্রামীণ ছোট বা বড় পুকুরে মাছ চাষের সাথে অন্য একটি বা দুটি কার্যক্রম সমন্বয় করা যায় । তবে অপেক্ষাকৃত বড় খামারে দুই বা ততোধিক কার্যক্রমের সমন্বয় ঘটানো সম্ভব হয় ।

উৎপাদনের বিভিন্ন পদ্ধতি অনুযায়ী সমন্বিত মাছ চাষকে নিম্নরূপে ভাগ করা যেতে পারে। যেমন-

১. ধানক্ষেতে মাছচাষ

২. ধানক্ষেতে চিংড়ি চাষ

৩. মাছ ও মুরগির সমন্বিত চাষ

৪. মাছ ও হাঁসের সমন্বিত চাষ

৫. মাছ ও সব্জির সমন্বিত চাষ

আরও দেখুনঃ

Exit mobile version