আমাদের আজকের আলোচনার বিষয় – সমন্বিত চিংড়ি চাষ অধ্যায়ের প্রশ্নমালা । যা ” সমন্বিত চিংড়ি চাষ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
সমন্বিত চিংড়ি চাষ অধ্যায়ের প্রশ্নমালা
প্রশ্নমালা
এক কথায় উত্তর দাও
১. রুই মাছের খাদ্যাভ্যাস কী?
২. সরপুঁটি মাছের খাদ্যাভ্যাস কী?
৩. পানির তাপমাত্রা কত হলে মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়
৪. রুই, কাতলা ও মৃগেল মাছের তাপমাত্রার সহনশীল মাত্রা কত ?
৫. মিশ্র চাষে ব্যবস্থাগলা গদ্ধতি ওয় দণ্ডলেও হতে পারে?
৬. গলদা চিংড়ি ও কার্প মাছের মিশ্র চাষ কয়টি পর্যায়ে বিভক্ত?
৭. মিশ্র চাষে কোন প্রজাতির চিংড়ি চাষ করা হয়?
৮. মাটির পিএইচ ৬-৭ হলে প্রতি শতাংশে কী পরিমাণ পাথুরে চুন প্রয়োগ করতে হবে?
৯. পুকুরে সার প্রয়োগের কয়দিনের মধ্যে ফাইটোপ্ল্যাংকটন জন্মায়।
১০. মিশ্র চাষের ক্ষেত্রে চিংড়ির জন্য কখন খাদ্য প্রয়োগ করা হয়?
১১. একই সাথে ধান ও চিংড়ি চাষের ক্ষেত্রে চিংড়ি চাষের জন্য অতিরিক্ত কত ভাগ সার প্রয়োগ করতে হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মিশ্র চাষের সুবিধাগুলো লেখ।
২. মিশ্র চাষের প্রজাতি নির্বাচনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৩. পোনা মজুদের পূর্বে পানিয় বিষাক্ততা পরীক্ষা করার পদ্ধতি লেখ।
৪. ভাল ও খারাপ কাট্রিপ পোনা শনাক্তকরণের বৈশিষ্ট্য লেখ।
৫. ধান ও চিংড়ি এক সাথে চাষের ক্ষেত্রে পোনা মজুদের নিয়মগুলো লেখ।
রচনামূলক প্রশ্ন
১. চিংড়ি চাষের ঘেরের বৈশিষ্ট্য বর্ণনা কর।
২. বিভিন্ন কার্প জাতীয় মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস বর্ণনা কর।
৩. এক সাথে ধান ও চিংড়ি চাষের ক্ষেত্রে চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা কর।
৪. ধানের পর চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা কর।
আরও দেখুনঃ