সমন্বিত চিংড়ি চাষ | অধ্যায়-৮ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – সমন্বিত চিংড়ি চাষ । যা ” সমন্বিত চিংড়ি চাষ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

সমন্বিত চিংড়ি চাষ

 

সমন্বিত চিংড়ি চাষ | অধ্যায়-৮ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সমন্বিত চিংড়ি চাষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে সমন্বিত চিংড়ি চাষ এদেশে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে মিঠা পানির গলদা চিংড়ি বাংলাদেশের প্রায় সব বন্ধ জলাশয়েই রুইজাতীয় মাছের সাথে চাষ করা সম্ভব।

এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ ধানক্ষেতে ধানের সাথে বা ধান চাষের পর ধান ক্ষেতে এককভাবে চিংড়ি চাষ করা যায়। কক্সবাজার অঞ্চলে একই জমিতে পর্যায়ক্রমে লবণ ও লোনা পানির বাগদা চিংড়ি চাষ করে বাড়তি আয় করা সম্ভব।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কার্প ও গলদার মিশ্র চাষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় সকল মিঠা পানির পুকুরেই বর্তমানে কার্পের সাথে গলদা চিংড়ির মিশ্রচাষ করা হচ্ছে। গোনার স্বল্পতার কারণেই দেশের সকল পুকুরে এখনও গলদা চিংড়ির মিশ্র চাষ বা একক চাষ করা সম্ভব হচ্ছে না।

গলদা চিংড়ির পোনার প্রাপ্তি নিশ্চিত করা গেলে বাঁধ দেয়া নিচু ধানক্ষেত, অগভীর পুকুর, বাঁওড়ের অগভীর অংশ, রাস্তা ও রেললাইনের পাশের খাল, সেচ খাল, ইত্যাদি মিঠাপানির জলাশয়ে গলদা চিংড়ি কার্প জাতীয় মাছের সাথে চাষ করা যায়।

 

সমন্বিত চিংড়ি চাষ | অধ্যায়-৮ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

মিশ্র চাষের সুবিধা

  • পুকুরের সকল স্তরের খাদ্যের সম্ভ্যবহার হয়।
  • চিংড়ির দাম বেশি বিধায় আনুপাতিক লাভ বেশি
  • অগভীর পুকুর এবং মৌসুমী পুকুরেও চিংড়ি লাভজনকভাবে চাষ করা যায়
  • প্রয়োজন অনুসারে ধানক্ষেতে খাল কেটে এক মৌসুমে মাছ ও চিংড়ি এবং অন্য মৌসুমে ধান চাষ করা যায়
  • ৪-৫ মাসের মধ্যেই চিংড়ি বাজারজাত করা যায়

আরও দেখুনঃ

Leave a Comment