আজকে আমাদের আলোচনার বিষয়-প্রণোদিত প্রজননের জন্য ব্রুড মাছ লালন পালন অধ্যায়ের প্রশ্নমালা ৫
প্রণোদিত প্রজননের জন্য ব্রুড মাছ লালন পালন অধ্যায়ের প্রশ্নমালা ৫
প্রশ্নমালা-৫
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। ব্রুড- মাছ বলতে কী বুঝায় ?
২। ব্রুড -মাছ ব্যবস্থাপনার প্রয়োজন কী?
৩। ব্রুড- মাছের ব্যবস্থাপনাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
৪ । ব্রুড -মাছের পুকুরের আয়তন কতটুকু হলে ভালো হয়?
৫। ব্রুড- মাছের পুকুরে অতিরিক্ত কাদা থাকলে মাছের কী ক্ষতি হয়?
৬। ব্রুড- মাছ কোথা থেকে সংগ্রহ করা যায়?
৭। ব্রুডের মজুদ ঘনত্ব কিসের উপর নির্ভর করে?
৮। ব্রুড- মাছের ঘনত্ব কত হওয়া উচিত?
৯। সম্পূরক খাদ্য কাকে বলে ?
১০ । ব্রুড -মাছের পুষ্টির অভাবে কী লক্ষণ দেখা যায় ?
১১। ব্রুড- মাছের খাদ্যে কী পরিমাণ ভিটামিন দিতে হয়?
১২ । গ্রাস কার্পের বৃদ্ধির জন্য বাড়তি কী খাদ্য দেওয়া হয় ?
১৩। ব্রুড- মাছের সম্পূরক খাদ্যে আমিষের ভাগ কত হওয়া উচিত?
১৪ । ব্রুড- মাছের পুকুরে তাপমাত্রা কত হওয়া উচিত?
১৫ । হ্যাচারি মালিকরা ছোট ব্রুড- মাছ থেকে পোনা উৎপাদনে আগ্রহী কেন?
১৬ । ব্রুড- মাছে কোনো রোগ বেশি হয়?
১৭। মাছের উকুনের নাম কি?
১৮ । আরগুলাস দমনের জন্য কী ওষুধ ব্যবহৃত হয়?
১৯ । আহত মাছকে ইনজেকশন দেয়ার জন্য কী ওষুধ ব্যবহার করা হয় ।
২০ । ব্রুড- মাছ অবচেতনের জন্য ব্যবহৃত ওষুধের ২টি নাম লেখ ।
২১ । ব্রুড- মাছের- পুকুরে পানির স্বচ্ছতা কী হওয়া উচিত?
২২ । কতভাবে ব্রুড- মাছ পরিবহন করা যায়?
২৩ । ব্রুড- মাছের পুকুরে প্রতিদিন কত ঘণ্টা রোদ হলে ভালো হয়?
২৪ । ব্রুড- মাছের- পুকুরে কী কী সার দিতে হয়?
২৫। টেকসইকরণ কি?
২৬ । ব্রুড ব্যাংক কাকে বলে?
২৭। ব্রুড পালনের পুকুরের পানি কোন কোন গুণাগুণ লক্ষ্য রাখা জরুরি?
২৮। স্বল্প দূরত্বে ব্রুড পরিবহনে কী ব্যবস্থা নেওয়া হয়?
২৯ । ব্রুড -মাছ প্রতিস্থাপনের দরকার হয় কেন?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। পুরুষ ও স্ত্রী মাছ নির্বাচনের কৌশল লেখ ।
২। ব্রুড- মাছের মজুদ পূর্ব ব্যবস্থাপনা কী কী?
৩। ব্রুড- মাছের মজুদকালীন ব্যবস্থাপনা কি কি?
৪ । ব্রুড- মাছের মজুদ পরবর্তী ব্যবস্থাপনা কী কী?
৫ । ব্রুড -মাছের- পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ কী অনুপাতে রাখা হয় ?
৬। সম্পূরক খাদ্যের গুরুত্ব লেখ।
৭ । একই পুকুরের বিভিন্ন প্রজাতির ব্রুড -মাছের মজুদের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা উচিত?
৮ । ব্রুড- মাছের পুষ্টির অভাবজনিত লক্ষণ কী কী?
৯। ব্রুড -মাছের বিশেষ পুষ্টি উপাদানের নাম ও কার্যাবলি বর্ণনা কর ।
১০। ব্রুড- মাছের পুকুর প্রস্তুতির ধাপগুলো লেখ ।
১১ । বর্তমানে হ্যাচারি পোনার সমস্যা কী?
১২। ব্রুড পরিবহনে চেতনা নাশক কেন ব্যবহার করা হয়?
বড় প্রশ্ন
১। ব্রুড-মাছ সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর ।
২। ব্রুড মাছের স্বাস্থ্য পরিচর্যা বর্ণনা কর ।
৩। ব্রুড মাছের সম্পূরক খাদ্য ব্যবস্থাপনার বর্ণনা দাও ।
৪ । ব্রুড পালন পুকুরের পানি গুণাগুণ রক্ষা সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও ।
৫ । ব্রুড মাছের পরিবহন কৌশল সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
আরও দেখুন: