Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

লক্ষণ দেখে মাছের রোগ নির্ণয়

লক্ষণ দেখে মাছের রোগ নির্ণয়

আজকে আমাদের আলোচনার বিষয়- লক্ষণ দেখে মাছের রোগ নির্ণয় যা  ইউনিট ২ মাছের স্বাস্থ্য অংশ।

এ পাঠ শেষে আপনি-

মাছের রোগ নির্ণয়ের জন্য লক্ষণ পর্যবেক্ষণে অনুসরণীয় পদক্ষেপগুলোর উল্লেখ করতে পারবেন। লক্ষণ দেখে রোগ নির্ণয়ে স্বাভাবিক আচরণ ও সুস্থ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের গুরুত্ব বর্ণনা করতে পারবেন। বিভিন্ন রোগে আক্রান্ত মাছ বিভিন্ন ধরনের লক্ষণ প্রদর্শন করে থাকে। এসব লক্ষণ মাছের রোগ নির্ণয়ে দিক নির্দেশনামূলক ভূমিকা রাখে।

বিভিন্ন রোগের কিছু সাধারণ লক্ষণ থাকলেও প্রতিটি রোগের কিছু বিশেষ ধরনের সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে। এসব লক্ষণ দেখে মাছের রোগ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা করা যায়। অর্থাৎ মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে তা নির্ণয় করা যায়। সঠিকভাবে রোগ নির্ণয় রোগ প্রতিকারের জন্য অপরিহার্য পূর্বশর্ত। তাই রোগ নির্ণয়ে যত্নশীল হওয়া উচিত।

নিচে বর্ণিত পদক্ষেপগুলো অনুসরণ করে লক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে যদি দেখা যায় যে পূর্ব পাঠে বর্ণিত রোগাক্রান্ত মাছের লক্ষণের অনুরূপ কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে তবে বুঝা যাবে যে মাছ রোগাক হয়েছে।

লক্ষণ দেখে মাছের রোগ নির্ণয়

লক্ষণ দেখে মাছের রোগ নির্ণয়ে অনুসরণীয় পদক্ষেপ

 

 

উল্লিখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করে লক্ষণ দেখে রোগ নির্ণয়ে মাছের স্বাভাবিক আচরণ, স্বাভাবিক স্বাস্থ্যগত অবস্থা এবং এরূপ অবস্থায় মাছের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে পূর্বাহেই সম্যক অবহিত থাকা প্রয়োজন। মাছের স্বাভাবিক আচরণ ও আঙ্গিক বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকলে মাছের আচরণগত বা আঙ্গিক বৈশিষ্ট্যের পরিবর্তন বা বিচ্যুতির তুলনা করে মাছের রোগ- নির্ণয় করা যায়।

মাছের  স্বাভাবিক আচরণ এবং দৈহিক সুস্থাবস্থা ও বৈশিষ্ট্য সম্পর্কে যথাযথভাবে অবহিত না থাকলে রোগ নির্ণয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে ।

 

 

 

অনুশীলন ( Activity): আপনার এলাকায় স্থানীয় বাজার থেকে একটি রোগাক্রান্ত মাছ ক্রয় করুন এবং লক্ষণগুলো দেখে রোগ -নির্ণয় করুন।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সারমর্ম:

রোগাক্রান্ত মাছে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়ে থাকে। রোগ-ব্যাধির কিছু সাধারণ লক্ষণ থাকে এবং সেই সাথে বিভিন্ন রোগের জন্য সুনির্দিষ্ট ভিন্ন ভিন্ন লক্ষণও থাকে। এসব বিশেষ লক্ষণ দেখে মাছের বিভিন্ন রোগ শণাক্তকরণ করা যায়। রোগ প্রতিকারের প্রধান শর্ত সঠিকভাবে রোগ -নির্ণয়। লক্ষণ দেখে রোগ- নির্ণয়ে মাছের আচরণ, স্বাস্থগত অবস্থা এবং বিভিন্ন অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের অসংগতি বা বিকৃতি পর্যবেক্ষণ করা হয়।

আরও দেখুনঃ

Exit mobile version