Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

মাছের রেণু ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা ৫

মাছের রেণু ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা ৫

আজকে আমাদের আলোচনার বিষয়-মাছের রেণু ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা ৫

মাছের রেণু ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা ৫

প্রশ্নমালা-৫

এক কথায় উত্তর দাও :

১। রেণু পোনা কাকে বলে ?

২। ডিম পোনা কাকে বলে?

৩। কুসুম থলি কী?

৪ । ডিম পোনায় কতক্ষণ কুসুম থলি থাকে?

৫। রেণু পোনার খাদ্য কয় ধরনের?

৬। রেণুকে খাওয়ানো হয় এমন দুইটি জীবন্ত খাদ্যের নাম লেখ ।

৭। আটিমিয়া কী?

৮। টিউবিফেক্স কী?

৯। কোন মাছের রেণুকে কলিজা সিদ্ধ খাওয়ানো হয়?

১০। ময়দা গুলিয়ে খাওয়ানো হয় কোন মাছের রেণুকে?

১১। রেণু পোনাকে কীভাবে খইল খাওয়াতে হয় ?

১২। আত্মভুক বৈশিষ্ট্য কোন কোন প্রজাতির মাছে দেখা যায় ?

১৩। রেণুর ছত্রাকজনিত রোগের একটি লক্ষণ লেখ ।

১৪ । ছত্রাকজনিত রোগের একটি ওষুধের নাম লেখ ।

১৫ । ইয়োক স্যাক রোগ কী?

১৬। নীলাভ দাগ রোগ কাকে বলে?

১৭ । সম্পূরক খাদ্যের প্রয়োগ মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

১৮ । হ্যাচারির বিভিন্ন অংশের জীবাণু ধ্বংস করার জন্য কী ব্যবহার করা হয়?

১৯। রেণুর পেট ফোলা রোগ কোন মাছের রেণুতে দেখা যায়?

২০ । পেট ফোলা রোগের একটি ঔষধের নাম লেখ ।

২১। রেণুর দৈহিক বিকলাঙ্গতা কোন রোগের কারণে হয়?

২২। রেণু পরিবহনের পদ্ধতি কী কী ?

২৩ । বাঁক কাকে বলে?

২৪ ৷ মাটির হাঁড়িতে কত ঘন্টা রেণু পরিবহন করা হয়?

২৫ । আধুনিক পদ্ধতিতে রেণু পরিবহন করার জন্য কী পাত্র ব্যবহার করা হয় ?

২৬। রেণুর প্যাকেটে কতটুকু পানি দেওয়া হয়?

২৭ । সাধারণত পলিথিন প্যাকেটের কত অংশ অক্সিজেন দিয়ে পূর্ণ করা হয়?

২৮ ।অক্সিজেন দিয়ে রেণু কত সময় একান্ত নিরাপদে পরিবহন করা যায় ?

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১) কার্প জাতীয় মাছের রেণুর খাদ্য প্রস্তুত প্রণালি লেখ ।

২) ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্য প্রস্তুত প্রণালি লেখ ।

৩) রেণু পরিবহনের আগে কীভাবে টেকসই করা হয়?

৪) পরিবহনকালে পোনা মৃত্যুর কারণগুলো কী কী?

৫) রেণুর ছত্রাকজনিত রোগের প্রতিরোধের উপায় লেখ ।

৬) রোগ প্রতিরোধের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ?

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

বর্ণনামূলক প্রশ্ন

১) রেণুর কী কী রোগ হতে পারে? যে কোনো দুইটি রোগের লক্ষণ ও প্রতিকারের উভয় বর্ণনা কর ।

২) রেণু পরিবহনের আধুনিক পদ্ধতি সম্পর্কে যা জান লেখ ।

৩) রেণুর বাজারজাতকরণ ব্যবস্থা কীভাবে বিস্তৃত করা যায় ?

৪) রেণুর রোগ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা কর ।

৫) রেণু মড়কের কারণগুলো বর্ণনা কর ।

 

 

আরও দেখুন:

Exit mobile version