Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

অধ্যায় – ৯ । চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি অনুশীলন

চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি অনুশীলন

আমাদের আজকের আলোচনার বিষয় চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি অনুশীলন – যা চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি এর অন্তর্ভুক্ত।

অধ্যায় – ৯ । চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি অনুশীলন

 

 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. মাছের প্রাকৃতিক খাদ্য প্ল্যাংকটন কত প্রকার?

২. উদ্ভিদ প্ল্যাংকটন কাকে বলে?

৩. একটি উদ্ভিদ প্ল্যাংকটনের উদাহরণ দাও?

৪. প্রাণি প্ল্যাংকটন কাকে বলে?

৫. একটি প্রাণি প্ল্যাংকটনের উদাহরণ দাও?

৬. প্রাকৃতিক খাদ্য থেকে মাছ তাদের আমিষ চাহিদার শতকরা কত ভাগ পেয়ে থাকে ?
৭. পানিতে প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে কিনা তা কীভাবে পরীক্ষা করা হয়?

৮. সেকি ডিস্ক এর ব্যবহার কী?

৯. পুকুরে সেকি ডিস্ক রিডিং কত হলে মাছ চাষের জন্য সবচেয়ে ভাল?

১০. সুষম সম্পূরক খাদ্যের গুরুত্ব কী?

১১. আমিষ জাতীয় খাদ্যের উৎস কী?

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রাকৃতিক খাদ্য বলতে কী বুঝ ?

২. উদ্ভিদ সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে খাদ্য তৈরি করে তা সমীকরণের সাহায্যে দেখাও?

৩. পুকুরে প্রাকৃতিক খাদ্য বেশি হলে কী ঘটে?

৪. সম্পূরক খাদ্য বলতে কী বুঝ ?

৫. সম্পূরক খাদ্যের গুরুত্ব কী?

৬. সরিষার খৈল এবং চালের কুঁড়ায় শতকরা কতভাগ আমিষ পাওয়া যায়?

৭. পিলেট খাদ্যের ২টি সুবিধা লেখ।

 

 

রচনামূলক প্রশ্ন

১. ৩০% আমিষ সম্বলিত সূষম সম্পূরক খাদ্যের একটি তালিকা প্রস্তুত কর ।

২. প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির নাম লেখ। যেকোনো একটি পদ্ধতি বর্ণনা কর ।

৩. কোন একটি পুকুরে ৫০০০টি পাঙ্গাশ এবং ১০০০টি রুই মাছ আছে। প্রত্যেকটি মাছের গড় ওজন ৫০০ গ্রাম। ঐ পুকুরে মজুদকৃত মাছের দৈহিক ওজনের শতকরা ৫ ভাগ হারে খাদ্য প্রয়োগ করলে দৈনিক কত কেজি খাদ্যের প্রয়োজন হবে?

আরও দেখুনঃ

Exit mobile version