আমাদের আজকের আলোচনার বিষয় মাছচাষে প্রতিবেশের বিভিন্ন নিয়ামকের প্রভাব অনুশীলন – যা মাছচাষে প্রতিবেশের বিভিন্ন নিয়ামকের প্রভাব এর অন্তর্ভুক্ত।
অধ্যায় – ৪ । মাছচাষে প্রতিবেশের বিভিন্ন নিয়ামকের প্রভাব অনুশীলন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. জলজ প্রতিবেশ কত ধরনের হতে পারে?
২. স্বাদু পানির প্রতিবেশের লবণাক্ততা কত পিপিটি ?
৩. লোনা পানির প্রতিবেশের লবণাক্ততা কত পিপিটি ?
৪. মোহনার লবণাক্ততা কত পিপিটি?
৫. পুকুরের তলদেশে বসবাসকারী জীবকূলকে কী বলা হয়?
৬. পুকুরে শামুক ও ঝিনুক বেশি থাকলে কোন পুষ্টি উপাদান কমে যায়?
৭. মাছচাষে আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রতিবেশ বলতে কী বুঝ ?
২. খাদ্য শিকল কাকে বলে?
৩. রুই জাতীয় মাছের বৃদ্ধির জন্য অনুকূল তাপমাত্রা কত?
৪. কত তাপমাত্রায় রুই জাতীয় মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়?
৫. পুকুরের গভীরতা কত হওয়া ভাল?
৬. পুকুরের উষ্ণ ও শীতল স্তরের মধ্যবর্তী স্তরকে কী বলে?
৭. পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিসের উপর নির্ভর করে?
৮. মাছ চাষের জন্য অনুকূল দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত?
৯. নিরপেক্ষ পিএইচ কাকে বলে?
রচনামূলক প্রশ্ন
১. বেনথোজ কাকে বলে? মাছচাষে তলদেশের জীবকূলের প্রভাব আলোচনা কর ।
২. পুকুরের গভীরতা ও তাপমাত্রার সাথে মাছচাষের সম্পর্ক আলোচনা কর ।
৩. মাছ চাষের পুকুরে দ্রবীভূত অক্সিজেনের প্রভাব ও প্রয়োজনীয় মাত্রা আলোচনা কর ।
৪ . মাছচাষে প্রভাব বিস্তারকারী ভৌত নিয়ামকসমূহ আলোচনা কর ।
৫. মাছচাষে প্রভাব বিস্তারকারী রাসায়নিক নিয়ামকসমূহ আলোচনা কর ।
৬. স্বাদু পানির প্রতিবেশের বিবরণ দাও।
৭. পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের অভাব হলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে
৮. পানিতে অ্যামোনিয়ার প্রভাব ও অতিরিক্ত অ্যামোনিয়া নিয়ন্ত্রণের উপায় বর্ণনা কর ।
৯. পুকুরের পানির পিএইচ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ বর্ণনা কর ।
আরও দেখুনঃ