আমাদের আজকের আলোচনার বিষয় – চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ । যা ” চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ
চিংড়ি চাষের প্রয়োজনীয় ব্যয়কে দুভাগে ভাগ করা যায়। মূলধন খরচ যা একবার করলে ৫-১০ বছর ব্যয় করতে হয় না এবং আবর্তক খরচ যা প্রতি বছর ব্যয় করতে হয়।
মূলধন ব্যয়ের খাত | (ক) নির্মাণ ব্যয় (খ)আসবাবপত্র (গ) মেশিনপত্র (ঘ) যন্ত্রপাতি | (ক) (১) বাঁধ নির্মাণ, (২) পাকা সুইস গেইট নির্মাণ, (৩) নার্সারি পাইপ লাইন, (৪) কাঁটাতারের বেড়া, (৫) পাম্প হাউজ, (৬) স্টাফ কোয়ার্টার ও (৭) গার্ড সেড(খ) (১) স্টিলের আলমারি, (২) কাঠের আলমারি, (৩) চেয়ার, (৪) টেবিল ও (৫) অন্যান্য (গ) (১) ওয়াটার পাম্প, এয়ার পাম্প (২) ডিপ টিউবওয়েল ও (৩) জেনারেটর (ঘ) (১) পিএইচ মিটার, (২) ডিওমিটার, (৩) রিফ্লাক্টোমিটার, (৪) অনুবীক্ষণ যন্ত্র ও (৫) ওয়াটার এনালাইজার সেট |
আবর্তক ব্যয়ের খাত | (ক) বেতন ও মজুরি (খ) উৎপাদন ব্যয় | (ক) (১) প্রকল্প ব্যবস্থাপক, (২) মেশিন অপারেটর, (৩) সাধারণ কর্মচারী, (৪) নৈশপ্রহরী ও (৫) দিন মজুর (খ) (১) চিংড়ি পোনা, (২) চুন, (৩) সার, (৪) সম্পূরক খাদ্য, (৫) নেট, পাটা, বাঁশ, (৬) যাতায়াত ও পরিবহন, (৭) জালানি, (৮) জমি লিজ, (৯) স্টেশনারি দ্রব্যাদি ও (১০) বিবিধ |
চিংড়ি প্রকল্পের আয়-ব্যয় বিবরণী
(ক) একটি ১০ হেক্টর আয়তন বিশিষ্ট আধানিবিড় চাষ পদ্ধতির বাগদা চিংড়ি খামারের খাতওয়ারী ব্যয় ও আয়
(১) মূলধন ব্যয়
ক) ব্যয়
১) | বাঁধ নির্মাণ | ৬০,০০,০০০.০০ টাকা |
২) | পাকা সুইস গেইট নির্মাণ | ৩,০০,০০০.০০ টাকা |
৩) | নার্সারি পাইপ লাইন | ১,০০,০০০.০০ টাকা |
৪) | কাটা তারের বেড়া | ১,৫০,০০০.০০ টাকা |
৫) | পাম্প হাউজ | ২০,০০০.০০ টাকা |
৬) | স্টাফ কোয়ার্টার | ৩০,০০০.০০ টাকা |
৭) | গার্ড সেড | ১০,০০০.০০ টাকা |
মোট | ১২,১০,০০০.০০ টাকা |
খ) আসবাবপত্র
১) | স্টিলের আলমারি (১টি) | ৫,০০০.০০ টাকা |
২) | কাঠের আলমারি (১টি) | ৫,০০০.০০ টাকা |
৩) | চেয়ার (৫টি) | ৩,০০০.০০ টাকা |
8) | টেবিল (২টি) | ২,০০০.০০ টাকা |
৫) | বিবিধ | ৩,০০০.০০ টাকা |
মোট | ১৮,০০০.০০ টাকা |
গ) মেশিন পত্র
১) | ওয়াটার পাম্প (৫টি) | ১,৫০,০০০.০০ টাকা |
২) | এয়ার পাম্প (১টি) | ৫০,০০০.০০ টাকা |
৩) | ডিপ টিউবওয়েল (১টি) | ৫০,০০০.০০ টাকা |
8) | জেনারেটর (১টি) | ৩৫,০০০.০০ টাকা |
মোট | ২৮,৫০০০.০০ টাকা |
ঘ) যন্ত্রপাতি
১) | পিএইচ মিটার | ১৫,০০০.০০ টাকা |
২) | ডিও মিটার | ২০,০০০.০০ টাকা |
৩) | রিফাক্টোমিটার | ১০,০০০.০০ টাকা |
8) | অণুবীক্ষণ যন্ত্র | ১০,০০০.০০ টাকা |
৫) | ওয়াটার এনালাইজার সেট | ২৫,০০০.০০ টাকা |
মোট | ৮০,০০০.০০ টাকা |
সর্বমোট মূলধন ব্যয় = (ক+খ+গ+ঘ)
= ১৫,৯৩,০০০.০০ টাকা
কথায়: পনেরো লাখ তিরানব্বই হাজার টাকা মাত্র।
২) আবর্তক খরচ
ক) বেতন ও মজুরি
১) | প্রকল্প ব্যবস্থাপক (১ জন) | ৬০,০০০.০০ টাকা |
২) | মেশিন অপারেটর (১জন) | ৩৬,০০০.০০ টাকা |
৩) | সাধারণ কর্মচারী (৬ জন) | ১,০৮,০০০.০০ টাকা |
8) | নৈশপ্রহরী (৬ জন) | ১,০৮,০০০.০০ টাকা |
৫) | দিনমজুর | ৫০,০০০.০০ টাকা |
মোট | ৪,১০,০০০.০০ টাকা |
খ) উৎপাদন ব্যয়
১) | চিংড়ি পোনা ক্রয় (১০,০০,০০০ × ১.০০) | ১০,০০,০০০.০০ টাকা |
২) | চুন | ১০,০০০.০০ টাকা |
৩) | সার | ১৫,০০০.০০ টাকা |
৪) | সম্পূরক খাদ্য (পিলেট) ৩০,০০০ কেজি × ৩০.০০ | ৯,০০,০০০.০০ টাকা |
৫) | নেট, পাটা, বাঁশ | ১০,০০০.০০ টাকা |
৫) | যাতায়াত ও পরিবহন | ১০,০০০.০০ টাকা |
৭) | জ্বালানি | ১,৫০,০০০.০০ টাকা |
৮) | জমি লিজ (২৫ একর ১০,০০০.০০ টাকা) | ২,৫০,০০০.০০ টাকা |
৯) | স্টেশনারি দ্রব্যাদি | ৫,০০০.০০ টাকা |
১০) | খুচরা যন্ত্রাংশ ক্রয় ও মেরামত | ৫০,০০০.০০ টাকা |
মোট | ২৪,৫০,০০০.০০ টাকা |
সর্বমোট আবর্তক ব্যয়= (ক+খ)
= ২৮,৬০,০০০.০০ টাকা
কথায়: টাকা আটাশ লাখ ষাট হাজার মাত্র
আয় নির্ধারণ উক্ত খামারে বৎসরে ২টি ফসল উৎপাদন করা সম্ভব বলে এখানে বার্ষিক আয়ের হিসেবে চিংড়ি উৎপাদন দ্বিগুণ দেখানো হলোঃ
উৎপাদন পুকুরে কিশোর চিংড়ি মজুদের পরিমাণ= ৪,০০,০০০ টি
পাঁচ মাস পর ১০% মৃত্যুহার ধরে বেঁচে থাকা চিংড়ির পরিমাণ = ৩,৬০,০০০ টি
মোট উৎপাদন= (৩৬০০০০ × ৪০ গ্রাম × ২) = ২৮,৮০০ কেজি
মোট আয় = ২,৮৮,০০০ × ২০০,০০ = ৫৭,৬০,০০০.০০ টাকা
প্রকৃত আয় = মোট আয় – আবর্তক ব্যয়
= ৫৭,৬০,০০০.০০ – ২৮,৬০,০০০ টাকা
= ২৯,০০,০০০.০০ টাকা
কথায়: টাকা উনত্রিশ লাখ মাত্র
(খ) একটি ১০ একর (৪ হেক্টর) আয়তন বিশিষ্ট উন্নত প্রচলিত পদ্ধতির বাগদা চিংড়ি প্রকল্প প্রণয়নে সম্ভাব্য ব্যয় ও আয়
(১) মূলধন ব্যয়
ক) নির্মাণ ব্যয়
১) বাঁধ নির্মাণ | ৮০,০০০.০০ টাকা |
২) খাল নির্মাণ | ২০,০০০.০০ টাকা |
৩) গেইট স্থাপন | ২৫,০০০.০০ টাকা |
৪) গার্ড সেড | ৫,০০০.০০ টাকা |
৫) কোয়ার্টার | ৮,০০০.০০ টাকা |
৬) গুদাম ও অফিস | ১৫,০০০.০০ টাকা |
৭) পুকুর নির্মাণ (৩টি) | ৪৫,০০০.০০ টাকা |
মোট | ১,৯৮,০০০.০০ টাকা |
খ) যন্ত্রপাতি ক্রয়
১) পাম্প মেশিন | ৩০,০০০.০০ টাকা |
২) থার্মোমিটার, সেক্কি ডিক, পিএইচ পেপার | ১,৫০০.০০ টাকা |
৩) রিফাক্টোমিটার | ১০,০০০.০০ টাকা |
মোট | ৫৫,০০০.০০ টাকা |
(২) আবর্তন খরচ (Recurring cost)
ক) বেতন ও মজুরি
১. প্রকল্প ব্যবস্থাপক (১জন) | ৬০,০০০.০০ টাকা |
২. মেশিন অপারেটর (১ জন) | ৩৬,০০০.০০ টাকা |
৩. সাধারণ কর্মচারী (৬ জন) | ১,০৮,০০০.০০ টাকা |
৪. নৈশপ্রহরী (৬ জন) | ১,০৮,০০০.০০ টাকা |
৫. দিনমজুর | ৫০,০০০.০০ টাকা |
মোট | ৪,১০,০০০.০০ টাকা |
খ) উৎপাদন ব্যয়
১) চিংড়ি পোনা (৬০,০০০ টি) | ৬০,০০০.০০ টাকা |
২) ১.০০ টাকা | ৫,৫০০.০০ টাকা |
৩) সার | ৪,০০০.০০ টাকা |
৪) সম্পূরক খাদ্য (৭০০ কেজি ২৫.০০ টাকা) | ১৭,৫০০.০০ টাকা |
৫) নেট, পাটা, বাঁশ | ২০,০০০.০০ টাকা |
৬) জ্বালানি খরচ | ১০,০০০.০০ টাকা |
৭) জমি লিজ (১০ একর ১০,০০০ টাকা (একর) | ১,০০,০০০.০০ টাকা |
৮) বিবিধ | ৫,০০০.০০ টাকা |
মোট | ২,২২,০০০.০০ টাকা |
বার্ষিক আয়
(ক) বাগদা চিংড়ি ৫০০ কেজি/হে এবং ২৫০ টাকা/কেজি | ৩,৭৫,০০০.০০ টাকা |
(খ) অন্যান্য চিংড়ি ( ২০০ কেজি হে এবং ৪০ টাকা/কেজি | ৩,০০০.০০ টাকা |
(গ) অন্যান্য মাছ | ২০,০০০.০০ টাকা |
মোট ব্যয় | ৪,২৫,০০০.০০ টাকা |
এক ফসলে নিট লাভ = বার্ষিক আয় – আবর্তন ব্যয়
= ৪,২৫,০০০.০০ – ৩,৩৮,০০০.০০ টাকা
= ৮৭,০০০.০০ টাকা
কথায়: সাতাশি হাজার টাকা মাত্র

গ) একটি ১০ একর আয়তন বিশিষ্ট আধানিবিড় চাষ পদ্ধতির গলদা প্রকল্প প্রণয়নে খাতওয়ারী সম্ভাব্য ব্যয় ও আয়
(১) মূলধন ব্যয়
ক) নির্মাণ ব্যয়
১) জমি ক্রয় | ১১০,০০,০০০.০০ টাকা |
২) বেষ্টনী বাঁধ নির্মাণ | ২,০০,০০০.০০ টাকা |
৩) পুকুরের বাঁধ | ৩,০০,০০০.০০ টাকা |
৪) পানি সরবরাহ খাল | ১,০০,০০০.০০ টাকা |
৫) নার্সারি পুকুরের বাঁধ | ১,০০,০০০.০০ টাকা |
৬) অফিস, ল্যাবরেটরি, বাসস্থান | ২,০০,০০০.০০ টাকা |
৭) গার্ড সেড | ২০,০০০.০০ টাকা |
৮) পাম্প হাউজ | ২৫,০০০.০০ টাকা |
৯) বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতায়ন | ১,০০,০০০.০০ টাকা |
উপমোট | ১১,৪৫,০০০.০০ টাকা |
খ) আসবাবপত্র
১) ডিপ টিউবওয়েল | ১০০,০০০.০০ টাকা |
২) অগভীর নলকূপ | ৩০,০০০.০০ টাকা |
৩) জেনারেটর | ৩৫,০০০.০০ টাকা |
৪) এয়ারেটর | ৭০০,০০০.০০ টাকা |
উপমোট | ৮,৬৫,০০০.০০ টাকা |
(গ) মেশিন পত্র
১) স্টিলের আলমারি ১টি | ৫,০০০.০০ টাকা |
২) কাঠের আলমারি (১টি) | ৫,০০০.০০ টাকা |
৩) চেয়ার (৫টি) | ৩,০০০.০০ টাকা |
৪) টেবিল (২টি) | ২,০০০.০০ টাকা |
৫) বিবিধ | ৩,০০০.০০ টাকা |
উপমোট | ১৮,০০০.০০ টাকা |
ঘ) যন্ত্রপাতি
১) পিএইচ মিটার | ১৫,০০০.০০ টাকা |
২) ডিও মিটার | ২০,০০০.০০ টাকা |
৩) রিফ্লাক্টোমিটার | ১০,০০০.০০ টাকা |
৪) অণুবীক্ষণ যন্ত্র | ১০,০০০.০০ টাকা |
৫) ওয়াটার এনালাইজার সেট | ২৫,০০০.০০ টাকা |
৬) থার্মোমিটার | ৫০০.০০ টাকা |
৭) ম্যাগনিফাইং গ্লাস | ১,০০০.০০ টাকা |
৮) ওজন মাপার যন্ত্র | ৩,০০০.০০ টাকা |
৯) কাচের সরঞ্জামাদি | ৫,০০০.০০ টাকা |
উপমোট | ৮৯,৫০০.০০ টাকা |
সর্বমোট = উপমোট (ক + খ + গ + ঘ)
=১১,৪৫০০.০০ + ১,০৫,০০০.০০ + ৮,৬৫,০০০.০০ + ৮৯,৫০০.০০) টাকা
= ২২,০৪,৫০০ টাকা
কথায়: টাকা বাইশ লাখ চার হাজার পাঁচশত মাত্র
২) আবর্তক খরচ
ক) বেতন ও মজুরি
১) প্রকল্প ব্যবস্থাপক (১ জন) | ৬০,০০০.০০ টাকা |
২) মেশিন অপারেটর (১জন) | ৩৬,০০০.০০ টাকা |
৩) সাধারণ কর্মচারী (৪ জন) | ৫৪,০০০.০০ টাকা |
৪) নৈশপ্রহরী (৪ জন) | ৫০,০০০.০০ টাকা |
৫) দিনমজুর | ৩০,০০০.০০ টাকা |
উপমোট | ২,৩৪,০০০.০০ টাকা |
খ) উৎপাদন ব্যয় (৭.৫ একর জলায়তন হিসেবে)
১) চিংড়ি পোনা ক্রয় (৪০০,০০০ ক্স ১.০০) | ৪০০,০০০.০০ টাকা |
২) খাদ্য (১৫০০০ কেজি ২৫.০০ কেজি) | ৩,৭৫,০০০.০০ টাকা |
৩) চুন | ২০,০০০.০০ টাকা |
৪) অজৈব সার (১০০০ কেজি ৪.০০ টাকা/কেজি | ৪০,০০০.০০ টাকা |
৫) জৈব সার (১০০০ কেজি) | ১০,০০০.০০ টাকা |
৬) জাল, বাঁশ পাটা ইত্যাদি | ১০,০০০.০০ টাকা |
৭) জ্বালানি | ৫০,০০০.০০ টাকা |
৮) মাছ ধরার সরঞ্জামাদি | ২০,০০০.০০ টাকা |
৯) অন্যান্য | ৫০,০০০.০০ টাকা |
বিবিধ | ৯,৬৬,০০০.০০ টাকা |
সর্বমোট আবর্তক ব্যয় = (ক+খ)
= (২,৩৪,০০০.০০ +৯,৬৬,০০০.০০) টাকা
= ১২,০০০০,০০.০০ টাকা
কথায়ঃ টাকা বার লক্ষ মাত্র
বার্ষিক উৎপাদন ও আয়
বিবরণ | পরিমাণ | কেজি প্রতি মূল্য (টাকা) | মোট মূল্য (টাকা) | |
ক) | গলদা চিংড়ি | ৭৫০০ কেজি | ২০০.০০ | ১৫,০০,০০০.০০ |
খ) | শাকসবজি,কলা ও অন্যান্য | থোক | থোক | ২৫,০০০.০০ |
নিট লাভ= বার্ষিক আয় – আবর্তক খরচ
= (১৫,২৫,০০০.০০ – ১২,০০,০০০.০০) টাকা
= ৩,২৫,০০০.০০ টাকা
কথায়: টাকা তিন লক্ষ পঁচিশ হাজার মাত্র
(ঘ) একটি ১০ (দশ) একর আয়তন বিশিষ্ট খামারে গলদা চিংড়ির মিশ্র চাষের প্রকল্প প্রণয়নে খাতওয়ারী সম্ভাব্য আয়-ব্যয়
(১) মূলধন ব্যয়
(ক) নির্মাণ বহ
১) জমি ক্রয় | ১০,০০,০০০.০০ টাকা |
২) বেষ্টনী বাঁধ | ২,০০,০০০.০০ টাকা |
৩) পুকুরের বাঁধ | ১,২০,০০০.০০ টাকা |
৪) পানি সরবরাহ খাল | ৫০,০০০.০০ টাকা |
৫) নার্সারি পুকুরের বাঁধ | ৮০,০০০.০০ টাকা |
৬) অফিস, বাসস্থান ও ল্যাবরেটরি | ১,০০,০০০.০০ টাকা |
৭) গুদাম ঘর (আধা পাকা) | ১০,০০০.০০ টাকা |
৮) গার্ড সেড | ১০,০০০.০০ টাকা |
৯) পুকুর ও পানি উত্তোলন ও নিষ্কাশন ব্যবস্থাদি | ১০,০০০.০০ টাকা |
১০) বিদ্যুতায়ন | ৫০,০০০.০০ টাকা |
উপমোট | ১৭,০০,০০০,০০ টাকা |
খ) মেশিনপত্র
১) পাম্প মেশিন (২টি) | ৬০,০০০.০০ টাকা |
২) অগভীর নলকূপ (১০টি) | ৩০,০০০.০০ টাকা |
উপমোট | ৯০,০০০.০০ টাকা |
গ) আসবাবপত্র
১) স্টিল আলমারি ১টি | ৫,০০০.০০ টাকা |
২) চেয়ার – ৪টি | ২,০০০.০০ টাকা |
৩) টেবিল – ১টি | ১,০০০.০০ টাকা |
৪) বিবিধ | ১,০০০.০০ টাকা |
উপমোট | ৯,০০০.০০ টাকা |
ঘ) যন্ত্রপাতি
১) পিএইচ মিটার – ১টি | ১৫,০০০.০০ টাকা |
২) ম্যাগনিফাইং গ্লাস – ১টি | ১,০০০.০০ টাকা |
৩) থার্মোমিটার – ৬টি | ৫০০.০০ টাকা |
৪) সেক্কি ডিক – ২টি | ১,০০০.০০ টাকা |
৫) ওজনমাপক যন্ত্র – ৩টি | ৪,৫০০.০০ টাকা |
৬) কাচের সরঞ্জামাদি (ফ্লাস্ক, জার, টিউব ইত্যাদি) | ৫,০০০.০০ টাকা |
উপমোট | ২৭,০০০.০০ টাকা |
সর্বমোট মূলধন ব্যয় = ক+খ+গ+ঘ।
= (১৭,০০,০০০.০০ + ৯০,০০০.০০ + ২৭,০০০.০০) টাকা
= ১৮,২৬,০০০.০০ টাকা
(২) আবর্তক ব্যয়
ক) বেতন ও মজুরি
১) প্রকল্প ব্যবস্থাপক (১ জন) | ৬০,০০০.০০ টাকা |
২) সাধারণ কর্মচারী (২ জন) | ৩৬,০০০.০০ টাকা |
৩) নৈশপ্রহরী (৪ জন) | ৪৮,০০০.০০ টাকা |
উপমোট | ১,৪৪,০০০.০০ টাকা |
খ) উৎপাদন ব্যয়
১) চিংড়ি পোনা – ১,৫০,০০০টি ১.০০ টাকা | ১,৫০,০০০.০০ টাকা |
২) কার্প পোনা – ১০,০০০টি ০.৫০ টকা | ৫,০০০.০০ টাকা |
৩) খাদ্য – ৩০০০ কেজি ১৭.০০/কেজি ) | ৫১,০০০.০০ টাকা |
৪) চুন – ১৫০০ কেজি, ② ৮.০০/কেজি | ১২,০০০.০০ টাকা |
৫) সার – ১০০০ কেজি, ② ৪.০০/কেজি | ৪০,০০০.০০ টাকা |
৬) মাছ আহরণ সরঞ্জামাদি | ১০,০০০.০০ টাকা |
৭) অন্যান্য | ৫,০০০.০০ টাকা |
উপমোট | ২,৭৩,০০০.০০ টাকা |
বার্ষিক আবর্তক ব্যয় = ক + খ
= (১,৪৪,০০,০০০.০০ + ২,৭৩,০০,০০.০০) টাকা
= ৪,১৭,০০,০০০.০০ টাকা
বার্ষিক উৎপাদন ও আয়
বার্ষিক নিট লাভ = উৎপাদন আয় আবর্তন ব্যয়
= (৭,৭৭,০০০.০০ – ৪,১৭,০০০.০০) টাকা
= ৩,৬০,০০০.০০ টাকা
কথায়: তিন লাখ ষাট হাজার টাকা মাত্র।
আরও দেখুনঃ