চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ । যা ” চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ

 

চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

চিংড়ি চাষের প্রয়োজনীয় ব্যয়কে দুভাগে ভাগ করা যায়। মূলধন খরচ যা একবার করলে ৫-১০ বছর ব্যয় করতে হয় না এবং আবর্তক খরচ যা প্রতি বছর ব্যয় করতে হয়।

মূলধন ব্যয়ের খাত(ক) নির্মাণ ব্যয়

(খ)আসবাবপত্র

(গ) মেশিনপত্র

(ঘ) যন্ত্রপাতি

(ক) (১) বাঁধ নির্মাণ, (২) পাকা সুইস গেইট নির্মাণ, (৩) নার্সারি পাইপ লাইন, (৪) কাঁটাতারের বেড়া, (৫) পাম্প হাউজ, (৬) স্টাফ কোয়ার্টার ও (৭) গার্ড সেড(খ) (১) স্টিলের আলমারি, (২) কাঠের আলমারি, (৩) চেয়ার, (৪) টেবিল ও (৫) অন্যান্য

(গ) (১) ওয়াটার পাম্প, এয়ার পাম্প (২) ডিপ টিউবওয়েল ও (৩) জেনারেটর

(ঘ) (১) পিএইচ মিটার, (২) ডিওমিটার, (৩) রিফ্লাক্টোমিটার, (৪) অনুবীক্ষণ যন্ত্র ও (৫) ওয়াটার এনালাইজার সেট

আবর্তক ব্যয়ের খাত(ক) বেতন ও মজুরি

(খ) উৎপাদন ব্যয়

(ক) (১) প্রকল্প ব্যবস্থাপক, (২) মেশিন অপারেটর, (৩) সাধারণ কর্মচারী, (৪) নৈশপ্রহরী ও (৫) দিন মজুর

(খ) (১) চিংড়ি পোনা, (২) চুন, (৩) সার, (৪) সম্পূরক খাদ্য, (৫) নেট, পাটা, বাঁশ, (৬) যাতায়াত ও পরিবহন, (৭) জালানি, (৮) জমি লিজ, (৯) স্টেশনারি দ্রব্যাদি ও (১০) বিবিধ

চিংড়ি প্রকল্পের আয়-ব্যয় বিবরণী

(ক) একটি ১০ হেক্টর আয়তন বিশিষ্ট আধানিবিড় চাষ পদ্ধতির বাগদা চিংড়ি খামারের খাতওয়ারী ব্যয় ও আয়

(১) মূলধন ব্যয়

ক) ব্যয়

১)বাঁধ নির্মাণ৬০,০০,০০০.০০ টাকা
২)পাকা সুইস গেইট নির্মাণ৩,০০,০০০.০০ টাকা
৩)নার্সারি পাইপ লাইন১,০০,০০০.০০ টাকা
৪)কাটা তারের বেড়া১,৫০,০০০.০০ টাকা
৫)পাম্প হাউজ২০,০০০.০০ টাকা
৬)স্টাফ কোয়ার্টার৩০,০০০.০০ টাকা
৭)গার্ড সেড১০,০০০.০০ টাকা
মোট১২,১০,০০০.০০ টাকা

খ) আসবাবপত্র

১)স্টিলের আলমারি (১টি)৫,০০০.০০ টাকা
২)কাঠের আলমারি (১টি)৫,০০০.০০ টাকা
৩)চেয়ার (৫টি)৩,০০০.০০ টাকা
8)টেবিল (২টি)২,০০০.০০ টাকা
৫)বিবিধ৩,০০০.০০ টাকা
মোট১৮,০০০.০০ টাকা

গ) মেশিন পত্র

১)ওয়াটার পাম্প (৫টি)১,৫০,০০০.০০ টাকা
২)এয়ার পাম্প (১টি)৫০,০০০.০০ টাকা
৩)ডিপ টিউবওয়েল (১টি)৫০,০০০.০০ টাকা
8)জেনারেটর (১টি)৩৫,০০০.০০ টাকা
মোট২৮,৫০০০.০০ টাকা

ঘ) যন্ত্রপাতি

১)পিএইচ মিটার১৫,০০০.০০ টাকা
২)ডিও মিটার২০,০০০.০০ টাকা
৩)রিফাক্টোমিটার১০,০০০.০০ টাকা
8)অণুবীক্ষণ যন্ত্র১০,০০০.০০ টাকা
৫)ওয়াটার এনালাইজার সেট২৫,০০০.০০ টাকা
মোট৮০,০০০.০০ টাকা

সর্বমোট মূলধন ব্যয় = (ক+খ+গ+ঘ)

                                   = ১৫,৯৩,০০০.০০ টাকা

                                  কথায়: পনেরো লাখ তিরানব্বই হাজার টাকা মাত্র।

২) আবর্তক খরচ

ক) বেতন ও মজুরি

১)প্রকল্প ব্যবস্থাপক (১ জন)৬০,০০০.০০ টাকা
২)মেশিন অপারেটর (১জন)৩৬,০০০.০০ টাকা
৩)সাধারণ কর্মচারী (৬ জন)১,০৮,০০০.০০ টাকা
8)নৈশপ্রহরী (৬ জন)১,০৮,০০০.০০ টাকা
৫)দিনমজুর৫০,০০০.০০ টাকা
মোট৪,১০,০০০.০০ টাকা

খ) উৎপাদন ব্যয়

১)চিংড়ি পোনা ক্রয় (১০,০০,০০০ × ১.০০)১০,০০,০০০.০০ টাকা
২)চুন১০,০০০.০০ টাকা
৩)সার১৫,০০০.০০ টাকা
৪)সম্পূরক খাদ্য (পিলেট) ৩০,০০০ কেজি × ৩০.০০৯,০০,০০০.০০ টাকা
৫)নেট, পাটা, বাঁশ১০,০০০.০০ টাকা
৫)যাতায়াত ও পরিবহন১০,০০০.০০ টাকা
৭)জ্বালানি১,৫০,০০০.০০ টাকা
৮)জমি লিজ (২৫ একর ১০,০০০.০০ টাকা)২,৫০,০০০.০০ টাকা
৯)স্টেশনারি দ্রব্যাদি৫,০০০.০০ টাকা
১০)খুচরা যন্ত্রাংশ ক্রয় ও মেরামত৫০,০০০.০০ টাকা
মোট২৪,৫০,০০০.০০ টাকা

সর্বমোট আবর্তক ব্যয়= (ক+খ)

                                     = ২৮,৬০,০০০.০০ টাকা

                                     কথায়: টাকা আটাশ লাখ ষাট হাজার মাত্র

আয় নির্ধারণ উক্ত খামারে বৎসরে ২টি ফসল উৎপাদন করা সম্ভব বলে এখানে বার্ষিক আয়ের হিসেবে চিংড়ি উৎপাদন দ্বিগুণ দেখানো হলোঃ

উৎপাদন পুকুরে কিশোর চিংড়ি মজুদের পরিমাণ= ৪,০০,০০০ টি

পাঁচ মাস পর ১০% মৃত্যুহার ধরে বেঁচে থাকা চিংড়ির পরিমাণ = ৩,৬০,০০০ টি

মোট উৎপাদন= (৩৬০০০০ × ৪০ গ্রাম × ২) = ২৮,৮০০ কেজি

মোট আয় = ২,৮৮,০০০ × ২০০,০০ = ৫৭,৬০,০০০.০০ টাকা

প্রকৃত আয় = মোট আয় – আবর্তক ব্যয় 

                   = ৫৭,৬০,০০০.০০ – ২৮,৬০,০০০ টাকা 

                   = ২৯,০০,০০০.০০ টাকা

 কথায়: টাকা উনত্রিশ লাখ মাত্র

(খ) একটি ১০ একর (৪ হেক্টর) আয়তন বিশিষ্ট উন্নত প্রচলিত পদ্ধতির বাগদা চিংড়ি প্রকল্প প্রণয়নে সম্ভাব্য ব্যয় ও আয়

(১) মূলধন ব্যয়

ক) নির্মাণ ব্যয়

১) বাঁধ নির্মাণ৮০,০০০.০০ টাকা
২) খাল নির্মাণ২০,০০০.০০ টাকা
৩) গেইট স্থাপন২৫,০০০.০০ টাকা
৪) গার্ড সেড৫,০০০.০০ টাকা
৫) কোয়ার্টার৮,০০০.০০ টাকা
৬) গুদাম ও অফিস১৫,০০০.০০ টাকা
৭) পুকুর নির্মাণ (৩টি)৪৫,০০০.০০ টাকা
মোট১,৯৮,০০০.০০ টাকা

খ) যন্ত্রপাতি ক্রয়

১) পাম্প মেশিন৩০,০০০.০০ টাকা
২) থার্মোমিটার, সেক্কি ডিক, পিএইচ পেপার১,৫০০.০০ টাকা
৩) রিফাক্টোমিটার১০,০০০.০০ টাকা
মোট৫৫,০০০.০০ টাকা

(২) আবর্তন খরচ (Recurring cost)

ক) বেতন ও মজুরি

১. প্রকল্প ব্যবস্থাপক (১জন)৬০,০০০.০০ টাকা
২. মেশিন অপারেটর (১ জন)৩৬,০০০.০০ টাকা
৩. সাধারণ কর্মচারী (৬ জন)১,০৮,০০০.০০ টাকা
৪. নৈশপ্রহরী (৬ জন)১,০৮,০০০.০০ টাকা
৫. দিনমজুর৫০,০০০.০০ টাকা
মোট৪,১০,০০০.০০ টাকা

খ) উৎপাদন ব্যয়

১) চিংড়ি পোনা (৬০,০০০ টি)৬০,০০০.০০ টাকা
২) ১.০০ টাকা৫,৫০০.০০ টাকা
৩) সার৪,০০০.০০ টাকা
৪) সম্পূরক খাদ্য (৭০০ কেজি ২৫.০০ টাকা)১৭,৫০০.০০ টাকা
৫) নেট, পাটা, বাঁশ২০,০০০.০০ টাকা
৬) জ্বালানি খরচ১০,০০০.০০ টাকা
৭) জমি লিজ (১০ একর ১০,০০০ টাকা (একর)১,০০,০০০.০০ টাকা
৮) বিবিধ৫,০০০.০০ টাকা
মোট২,২২,০০০.০০ টাকা

বার্ষিক আয়

(ক) বাগদা চিংড়ি ৫০০ কেজি/হে এবং ২৫০ টাকা/কেজি৩,৭৫,০০০.০০ টাকা
(খ) অন্যান্য চিংড়ি ( ২০০ কেজি হে এবং ৪০ টাকা/কেজি৩,০০০.০০ টাকা
(গ) অন্যান্য মাছ২০,০০০.০০ টাকা
মোট ব্যয়৪,২৫,০০০.০০ টাকা

এক ফসলে নিট লাভ = বার্ষিক আয় – আবর্তন ব্যয়

                                = ৪,২৫,০০০.০০ – ৩,৩৮,০০০.০০ টাকা

                                = ৮৭,০০০.০০ টাকা

                                কথায়: সাতাশি হাজার টাকা মাত্র

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গ) একটি ১০ একর আয়তন বিশিষ্ট আধানিবিড় চাষ পদ্ধতির গলদা প্রকল্প প্রণয়নে খাতওয়ারী সম্ভাব্য ব্যয় ও আয়

(১) মূলধন ব্যয়

ক) নির্মাণ ব্যয়

১) জমি ক্রয়১১০,০০,০০০.০০ টাকা
২) বেষ্টনী বাঁধ নির্মাণ২,০০,০০০.০০ টাকা
৩) পুকুরের বাঁধ৩,০০,০০০.০০ টাকা
৪) পানি সরবরাহ খাল১,০০,০০০.০০ টাকা
৫) নার্সারি পুকুরের বাঁধ১,০০,০০০.০০ টাকা
৬) অফিস, ল্যাবরেটরি, বাসস্থান২,০০,০০০.০০ টাকা
৭) গার্ড সেড২০,০০০.০০ টাকা
৮) পাম্প হাউজ২৫,০০০.০০ টাকা
৯) বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতায়ন১,০০,০০০.০০ টাকা
উপমোট১১,৪৫,০০০.০০ টাকা

খ) আসবাবপত্র

১) ডিপ টিউবওয়েল১০০,০০০.০০ টাকা
২) অগভীর নলকূপ৩০,০০০.০০ টাকা
৩) জেনারেটর৩৫,০০০.০০ টাকা
৪) এয়ারেটর৭০০,০০০.০০ টাকা
উপমোট৮,৬৫,০০০.০০ টাকা

(গ) মেশিন পত্র

১) স্টিলের আলমারি ১টি৫,০০০.০০ টাকা
২) কাঠের আলমারি (১টি)৫,০০০.০০ টাকা
৩) চেয়ার (৫টি)৩,০০০.০০ টাকা
৪) টেবিল (২টি)২,০০০.০০ টাকা
৫) বিবিধ৩,০০০.০০ টাকা
উপমোট১৮,০০০.০০ টাকা

ঘ) যন্ত্রপাতি

১) পিএইচ মিটার১৫,০০০.০০ টাকা
২) ডিও মিটার২০,০০০.০০ টাকা
৩) রিফ্লাক্টোমিটার১০,০০০.০০ টাকা
৪) অণুবীক্ষণ যন্ত্র১০,০০০.০০ টাকা
৫) ওয়াটার এনালাইজার সেট২৫,০০০.০০ টাকা
৬) থার্মোমিটার৫০০.০০ টাকা
৭) ম্যাগনিফাইং গ্লাস১,০০০.০০ টাকা
৮) ওজন মাপার যন্ত্র৩,০০০.০০ টাকা
৯) কাচের সরঞ্জামাদি৫,০০০.০০ টাকা
উপমোট৮৯,৫০০.০০ টাকা

সর্বমোট = উপমোট (ক + খ + গ + ঘ)

             =১১,৪৫০০.০০ + ১,০৫,০০০.০০ + ৮,৬৫,০০০.০০ + ৮৯,৫০০.০০) টাকা

             = ২২,০৪,৫০০ টাকা

             কথায়: টাকা বাইশ লাখ চার হাজার পাঁচশত মাত্র

২) আবর্তক খরচ

ক) বেতন ও মজুরি

১) প্রকল্প ব্যবস্থাপক (১ জন)৬০,০০০.০০ টাকা
২) মেশিন অপারেটর (১জন)৩৬,০০০.০০ টাকা
৩) সাধারণ কর্মচারী (৪ জন)৫৪,০০০.০০ টাকা
৪) নৈশপ্রহরী (৪ জন)৫০,০০০.০০ টাকা
৫) দিনমজুর৩০,০০০.০০ টাকা
উপমোট২,৩৪,০০০.০০ টাকা

খ) উৎপাদন ব্যয় (৭.৫ একর জলায়তন হিসেবে)

১) চিংড়ি পোনা ক্রয় (৪০০,০০০ ক্স ১.০০)৪০০,০০০.০০ টাকা
২) খাদ্য (১৫০০০ কেজি ২৫.০০ কেজি)৩,৭৫,০০০.০০ টাকা
৩) চুন২০,০০০.০০ টাকা
৪) অজৈব সার (১০০০ কেজি ৪.০০ টাকা/কেজি৪০,০০০.০০ টাকা
৫) জৈব সার (১০০০ কেজি)১০,০০০.০০ টাকা
৬) জাল, বাঁশ পাটা ইত্যাদি১০,০০০.০০ টাকা
৭) জ্বালানি৫০,০০০.০০ টাকা
৮) মাছ ধরার সরঞ্জামাদি২০,০০০.০০ টাকা
৯) অন্যান্য৫০,০০০.০০ টাকা
বিবিধ৯,৬৬,০০০.০০ টাকা

সর্বমোট আবর্তক ব্যয় = (ক+খ)

                                      = (২,৩৪,০০০.০০ +৯,৬৬,০০০.০০) টাকা

                                      = ১২,০০০০,০০.০০ টাকা

                                     কথায়ঃ টাকা বার লক্ষ মাত্র

বার্ষিক উৎপাদন ও আয়

বিবরণপরিমাণকেজি প্রতি মূল্য (টাকা)মোট মূল্য (টাকা)
ক)গলদা চিংড়ি৭৫০০ কেজি২০০.০০১৫,০০,০০০.০০
খ)শাকসবজি,কলা ও অন্যান্যথোকথোক২৫,০০০.০০

নিট লাভ= বার্ষিক আয় – আবর্তক খরচ

             = (১৫,২৫,০০০.০০ – ১২,০০,০০০.০০) টাকা

             = ৩,২৫,০০০.০০ টাকা

             কথায়: টাকা তিন লক্ষ পঁচিশ হাজার মাত্র

(ঘ) একটি ১০ (দশ) একর আয়তন বিশিষ্ট খামারে গলদা চিংড়ির মিশ্র চাষের প্রকল্প প্রণয়নে খাতওয়ারী সম্ভাব্য আয়-ব্যয়

(১) মূলধন ব্যয়

(ক) নির্মাণ বহ

১) জমি ক্রয়১০,০০,০০০.০০ টাকা
২) বেষ্টনী বাঁধ২,০০,০০০.০০ টাকা
৩) পুকুরের বাঁধ১,২০,০০০.০০ টাকা
৪) পানি সরবরাহ খাল৫০,০০০.০০ টাকা
৫) নার্সারি পুকুরের বাঁধ৮০,০০০.০০ টাকা
৬) অফিস, বাসস্থান ও ল্যাবরেটরি১,০০,০০০.০০ টাকা
৭) গুদাম ঘর (আধা পাকা)১০,০০০.০০ টাকা
৮) গার্ড সেড১০,০০০.০০ টাকা
৯) পুকুর ও পানি উত্তোলন ও নিষ্কাশন ব্যবস্থাদি১০,০০০.০০ টাকা
১০) বিদ্যুতায়ন৫০,০০০.০০ টাকা
উপমোট১৭,০০,০০০,০০ টাকা

খ) মেশিনপত্র

১) পাম্প মেশিন (২টি)৬০,০০০.০০ টাকা
২) অগভীর নলকূপ (১০টি)৩০,০০০.০০ টাকা
উপমোট৯০,০০০.০০ টাকা

গ) আসবাবপত্র

১) স্টিল আলমারি ১টি৫,০০০.০০ টাকা
২) চেয়ার – ৪টি২,০০০.০০ টাকা
৩) টেবিল – ১টি১,০০০.০০ টাকা
৪) বিবিধ১,০০০.০০ টাকা
উপমোট৯,০০০.০০ টাকা

ঘ) যন্ত্রপাতি

১) পিএইচ মিটার – ১টি১৫,০০০.০০ টাকা
২) ম্যাগনিফাইং গ্লাস – ১টি১,০০০.০০ টাকা
৩) থার্মোমিটার – ৬টি৫০০.০০ টাকা
৪) সেক্কি ডিক – ২টি১,০০০.০০ টাকা
৫) ওজনমাপক যন্ত্র – ৩টি৪,৫০০.০০ টাকা
৬) কাচের সরঞ্জামাদি (ফ্লাস্ক, জার, টিউব ইত্যাদি)৫,০০০.০০ টাকা
উপমোট২৭,০০০.০০ টাকা

সর্বমোট মূলধন ব্যয় = ক+খ+গ+ঘ।

                                  = (১৭,০০,০০০.০০ + ৯০,০০০.০০ + ২৭,০০০.০০) টাকা

                                  = ১৮,২৬,০০০.০০ টাকা

(২) আবর্তক ব্যয়

ক) বেতন ও মজুরি

১) প্রকল্প ব্যবস্থাপক (১ জন)৬০,০০০.০০ টাকা
২) সাধারণ কর্মচারী (২ জন)৩৬,০০০.০০ টাকা
৩) নৈশপ্রহরী (৪ জন)৪৮,০০০.০০ টাকা
উপমোট১,৪৪,০০০.০০ টাকা

খ) উৎপাদন ব্যয়

১) চিংড়ি পোনা – ১,৫০,০০০টি ১.০০ টাকা১,৫০,০০০.০০ টাকা
২) কার্প পোনা – ১০,০০০টি ০.৫০ টকা৫,০০০.০০ টাকা
৩) খাদ্য – ৩০০০ কেজি ১৭.০০/কেজি )৫১,০০০.০০ টাকা
৪) চুন – ১৫০০ কেজি, ② ৮.০০/কেজি১২,০০০.০০ টাকা
৫) সার – ১০০০ কেজি, ② ৪.০০/কেজি৪০,০০০.০০ টাকা
৬) মাছ আহরণ সরঞ্জামাদি১০,০০০.০০ টাকা
৭) অন্যান্য৫,০০০.০০ টাকা
উপমোট২,৭৩,০০০.০০ টাকা

বার্ষিক আবর্তক ব্যয় = ক + খ 

                                  = (১,৪৪,০০,০০০.০০ + ২,৭৩,০০,০০.০০) টাকা 

                                  = ৪,১৭,০০,০০০.০০ টাকা

 

চিংড়ি চাষের ব্যয়ের খাত নির্ধারণ | অধ্যায়-৮ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

বার্ষিক উৎপাদন ও আয়

বার্ষিক নিট লাভ = উৎপাদন আয় আবর্তন ব্যয় 

                           = (৭,৭৭,০০০.০০ – ৪,১৭,০০০.০০) টাকা 

                           = ৩,৬০,০০০.০০ টাকা 

                         কথায়: তিন লাখ ষাট হাজার টাকা মাত্র।

আরও দেখুনঃ

Leave a Comment