Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

বিভিন্ন প্রকার পরজীবী শনাক্তকরণ

বিভিন্ন প্রকার পরজীবী শনাক্তকরণ

বিভিন্ন প্রকার পরজীবী শনাক্তকরণ – “মাছের স্বাস্থ্য পরিচর্যা” কোর্স বইটি বিশেষভাবে স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট-এর বিএজিএড প্রোগ্রামের ছাত্রদের জন্য লেখা হয়েছে। আপনি জানেন, দূর শিক্ষণে শিক্ষকের সার্বক্ষণিক উপস্থিতি নেই। তাই পাঠের কোনো কঠিন বিষয় যেন আপনার বুঝতে অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখেই কোর্স বইটি লেখা হয়েছে। কোর্স বইটির আঙ্গিক ও উপস্থাপনা তাই প্রচলিত পাঠ্যবই থেকে কিছুটা ভিন্ন ধরনের। যেহেতু সরাসরি শিক্ষকের সাহায্য ছাড়াই কোর্স বইটি আপনাকে নিজে পড়ে বুঝতে হবে, তাই এটি কীভাবে পড়বেন প্রথমেই তা জেনে নিন। এতে কোর্স বইটি পড়তে ও বুঝতে আপনার সুবিধা হবে।

 

 

বিভিন্ন প্রকার পরজীবী শনাক্তকরণ

এ পাঠ শেষে আপনি-

প্রাসঙ্গিক উপস্থাপনা

বিভিন্ন প্রকার পরজীবী শনাক্ত করতে হলে এগুলোর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এবং পোষকের দেহ হতে পরজীবী আলাদা করার পদ্ধতি পূর্বাহ্নে জানা থাকা আবশ্যক। পূর্ববর্তী ইউনিটগুলোর বিভিন্ন পাঠে এসম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। সেখান থেকে এগুলো ভালভাবে জেনে নিন।

উপকরণ

১। ট্রে-৩ টি

২। পেট্রিডিস- ৩ টি

৩। চাকু- ২ টি

81 রোগাক্রান্ত মাছ

৫। আতশ কাঁচ

৬। অনুবীক্ষণ যন্ত্র

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কার্যপদ্ধতি

 

 

সর্তকতা

আরও পড়ুনঃ

Exit mobile version