বাগদা চিংড়ি খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা। ৬ষ্ঠ অধ্যায় । শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

আমাদের আজকের আলোচনার বিষয় – বাগদা চিংড়ি খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা। যা ” বাগদা চিংড়ির খামার প্রস্তুতকরণ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প-২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

বাগদা চিংড়ি খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা

 

বাগদা চিংড়ি খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা। ৬ষ্ঠ অধ্যায় । শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

 

এক কথায় উত্তর দাও

১. চিংড়ি খামারে ভেটকি মাছকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

২. রোটেনন কোন গাছের শিকড় থেকে উৎপন্ন হয়?

৩. একর প্রতি রোটেনন প্রয়োগের মাত্রা কত?

৪. বাণিজ্যিকভাবে তৈরি রোটেনন পাউডারে কী পরিমাণ রোটেনন থাকে?

৫. ফসটক্সিনের বিষক্রিয়া কতদিন পর্যন্ত থাকে?

৬. চা বীজের খৈলের বিষক্রিয়া কতদিন পর্যন্ত থাকে?

৭. ব্লিচিং পাউডারের বিষক্রিয়া কতদিন পর্যন্ত থাকে?

৮. মহুয়া বীজের খৈল কোন কাজে ব্যবহৃত হয়?

৯. চুন প্রয়োগে কোন ধরনের এ্যালজি নিয়ন্ত্রণ করা যায়?

১০. ইউরিয়া সার কিসের উৎস?

১১. টিএসপি সার কিসের উৎস?

১২. অজৈব সার চিংড়ি ছাড়ার কয়দিন পূর্বে দিতে হয়?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. চিংড়ি চাষে পুকুর প্রস্তুতকরণের উদ্দেশ্য কি?

২. ভৌত পদ্ধতিতে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রাণী দমনের পদ্ধতি বর্ণনা কর।

৩. দশটি রাক্ষুসে ও অবাঞ্চিত মাছের নাম লিখ।

৪. মাটির পিএইচ মান নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।

৫. পানির পিএইচ মান নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।

৬. বিভিন্ন ধরনের চুনের উৎস উল্লেখ কর।

৭. চুন প্রয়োগের সতর্কতাসমূহ উল্লেখ কর।

৮. ঘেরে সার প্রয়োগের সময় বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর।

৯. পুকুর/ঘেরে বিভিন্ন ধরনের সার প্রয়োগের মাত্রা উল্লেখ কর।

 

বাগদা চিংড়ি খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা। ৬ষ্ঠ অধ্যায় । শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

 

রচনামূলক প্রশ্ন

১. চিংড়ি চাষে পুকুর প্রস্তুতির ধাপসমূহ বর্ণনা কর।

২. রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দূরীকরণের পদ্ধতি বর্ণনা কর।

৩. চুনের প্রধান প্রধান গুণাবলিসমূহ উল্লেখ কর।

৪. পুকুরে সার প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।

৫. চিংড়ি চাষে পানির পিএইচ-এর গুরুত্ব বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment