আমাদের আজকের আলোচনার বিষয় – বাগদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা । যা ” বাগদা চিংড়ির জীববিদ্যা ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প-২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
বাগদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা
এক কথায় উত্তর দাও
১. বাগদা চিংড়ির ডিম পরিস্ফুটনের জন্য কত পিপিটি লবণাক্তার প্রয়োজন হয়?
২. চিংড়ির শিরোবক্ষ পৃষ্ঠদেশের আবরণ কি নামে পরিচিত?
৩. বাগদা চিংড়ির দেহে সর্বমোট কয় জোড়া উপাঙ্গ রয়েছে?
৪. পরিপাকনালি কয়টি অংশে বিভক্ত?
৫. চিংড়ির রক্তের রং কি?
৬. চিংড়ির রক্তসংবহন প্রণালির প্রধান অঙ্গের নাম কি?
৭. কোন অঙ্গের মধ্য দিয়ে রক্ত হৃৎপিন্ডে ফিরে আসে?
৮. বাগদা চিংড়ির ডিম ফুটতে মোট কত সময় লাগে?
৯. লার্ভা থেকে পোস্ট লার্ভা অবস্থায় পৌঁছাতে বাগদা চিংড়ির কতদিন সময় লাগে?
১০. স্ত্রী বাগদা চিংড়ির ডিম ধারণ ক্ষমতা কত?।
১১. বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম কি?
১২. একই বয়সের পুরুষ ও স্ত্রী বাগদা চিংড়ির মধ্যে কোনটি বড় হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাগদা চিংড়ির অভ্যন্তরীণ অঙ্গসমূহের নাম লেখ।
২. পরিপত্ত্ব স্ত্রী চিংড়ির ডিম পরিস্ফুটনের বিভিন্ন ধাপের নাম লেখ।
৩. বাগদা চিংড়ির শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখ।
৪. বাগদা চিংড়ির শ্রেণিবিন্যাস লেখ।
৫. অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ৫ টি লোনা পানির চিংড়ির বাংলা ও ইংরেজি নাম লেখ।
৬. পুরুষ ও স্ত্রী বাগদা চিংড়ির মধ্যে শনাক্তকরণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
রচনামূলক প্রশ্ন
১. বাগদা চিংড়ির পরিপাকতন্ত্র ও রেচনতন্ত্র বর্ণনা কর।
২. বাগদা চিংড়ির প্রজননতন্ত্র বর্ণনা কর।
৩. বাগদা চিংড়ির জীবনচক্রের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর।
৪. গলদা ও বাগদা চিংড়ির শনাক্তকরণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
আরও দেখুনঃ