আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে মৎস্য চাষের সম্ভাবনা – যা বাংলাদেশের মৎস্য সম্পদ এর অন্তর্ভুক্ত।
বাংলাদেশে মৎস্য চাষের সম্ভাবনা
বাংলাদেশে মৎস্য সম্পদ উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। ভৌগোলিকভাবেই এ দেশ জলজ সম্পদে সমৃদ্ধ । জলজ সম্পদকে কাজে লাগানোর মতো আমাদের দেশে রয়েছে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী। দেশের উর্বর মাটি, মানুষ ও জলজ সম্পদ এ তিনের সমন্বয় ঘটিয়ে বিশাল এ জনগোষ্ঠীকে রূপান্তরিত করা যেতে পারে সম্পদশালী জনশক্তিতে।
তবে উন্নয়নের এ ধারাকে সচল রাখতে হলে সর্বাগ্রে জলজ সম্পদ ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা জানি প্রতি একক আয়তন ভূমির উৎপাদন ক্ষমতার চেয়ে প্রতি একক আয়তন জলাভূমির উৎপাদন ক্ষমতা অনেক বেশি। আর এ জলজ সম্পদ ব্যবস্থাপনার কথা এলে প্রথমেই আসে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা। মৎস্য সম্পদ ব্যবস্থাপনা দুই ধরনের। যথা-
১. মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা
২. বদ্ধ জলাশয়ে মৎস্যচাষ ব্যবস্থাপনা ।
১. মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা :
এর আওতায় মৎস্য-সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে। মুক্ত জলাশয়ে উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ, মাছের আবাসস্থলের উন্নয়ন, মৎস্য অভয়াশ্রম স্থাপন, ফিশপাস বা ফিশ ফ্রেন্ডলি স্ট্রাকচার তৈরিকরণ, খাঁচায় বা পেনে মাছ চাষ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অতি সম্প্রতি মৎস্য অধিদপ্তরাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মুক্ত জলাশয়ে মৎস্য-সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে যার সুফল আসতে শুরু করেছে।
২. বদ্ধ জলাশয়ে মৎস্যচাষ ব্যবস্থাপনা :
আমাদের দেশের অল্প সংখ্যক পুকুর-দিঘিতে উন্নত পদ্ধতিতে মাছচাষ হচ্ছে। বর্তমানে আমাদের দেশে পুকুর-দিঘিতে হেক্টর প্রতি বার্ষিক গড় উৎপাদন ২৮৩৯ কেজি। প্রতি বর্গমাইলে এত পুকুর পৃথিবীর অন্য কোনো দেশে নেই যা আমাদের দেশে রয়েছে। অর্থাৎ পুকুর থেকে মাছচাষের যে বিপুল সম্ভাবনা আমাদের দেশে রয়েছে তার একটি বড় অংশ এখন পর্যন্ত অব্যবহৃত রয়েছে। সুতরাং আমাদের দেশে মাছচাষে আরও উল্লেখযোগ্য উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে।
দেশে মাছচাষে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে হলে উন্নত মৎস্যচাষ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ এবং মাছচাষ সম্প্রসারণ কার্যক্রমকে আরো জোরদার করে মানুষকে মাছচাষে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সরকারি সহায়তায় ব্রুড ব্যাংক স্থাপন, সুলভ মূল্যে সুষম সম্পূরক খাদ্য উপকরণ সরবরাহকরণসহ মৎস্য চাষের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন তার ব্যবস্থা করতে পারলে এ সেক্টরের উন্নয়ন অবশ্যম্ভাবী।
আরও দেখুন: