আমাদের আজকের আলোচনার বিষয় – পোনা মজুদ অধ্যায় এর প্রশ্নমালা। যা ” পোনা মজুদ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প-২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।
পোনা মজুদ অধ্যায় এর প্রশ্নমালা
এক কথায় উত্তর দাও
১. বাগদা পোনার রোস্ট্রীমের উপরিভাগে কয়টি দাঁত থাকে?
২. চাকা পোনার রোস্ট্রামের উপরিভাগে কয়টি দাত থাকে?
৩. গলদা চিংড়ির কোন জোড়া পা চিমটা যুক্ত?
৪. সুস্থ ও সবল বাগদা পোনার রং কেমন?
৫. চিংড়ির পোনা আহরণের ক্ষেত্রে কোন ধরনের জাল বেশি ব্যবহৃত হয়?
৬. সনাতন পদ্ধতিতে পোনা পরিবহনের জন্য কোন ধরনের পাত্র ব্যবহূত হয়?
৭. পোনা পরিবহন পাত্রের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড-এর মধ্যে রাখতে হয়?
৮.। পোনা পরিবহনের ক্ষেত্রে পরিবহনের কত সময় আগে পোনাকে খাওয়ানো বন্ধ করতে হয়?
৯. পরিবহন কত ঘণ্টার বেশি হলে অক্সিজেন ও বরফ উভয়ই ব্যবহার করতে হয়?
১০, পরিবহনকৃত পোনাসহ পলিথিন ব্যাগ কমপক্ষে কত সময় পুকুরের পানিতে ভাসিয়ে রাখতে হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাগদা চিংড়ির পোনা শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
২. বাগতারা চিংড়ির পোনা শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
৩. কেরাণী চিংড়ির পোনা শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
৪. গলদা চিংড়ির পোনা শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
৫. জো বা গাণে বলতে কী বাঝে লেখ।
৬. ভাল ও খারাপ শোনা শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৭. পোনা আহরণের সময় কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার তা উল্লেখ কর।
৮. পোনা পরিবহনপূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ।
রচনামূলক প্রশ্ন
১. প্রাকৃতিক উৎস ও হ্যাচারি উৎপাদিত পোনা চাষের সুবিধা-অসুবিধা বর্ণনা কর।
২. পলিথিন ব্যাগে পোনা পরিবহনের ক্ষেত্রে প্যাকিং পদ্ধতি বর্ণনা কর।
৩. পোনা গণনা পদ্ধতি বর্ণনা কর।
৪. পরিবহনকালে পোনা মৃত্যুর কারণসমূহ বর্ণনা কর।
৫. পোনা অভ্যস্তকরণ ও অবমুক্তকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
আরও দেখুনঃ