Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

অধ্যায় – ৬ । রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা অনুশীলন

রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা অনুশীলন

আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় – ৬ । রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা অনুশীলন – যা রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা এর অন্তর্ভুক্ত।

অধ্যায় – ৬ । রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা অনুশীলন

 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১ . মজুদপূর্ব ব্যবস্থাপনা বলতে কী বুঝ?

২. পুকুরের পানিতে দৈনিক কত ঘন্টা সূর্যের আলো পড়া উচিত?

৩.পুকুরের পানির ঘোলাত্ব প্রতিরোধকল্পে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?

8. কোন মাটির পুকুর মাছ চাষের জন্য সবচেয়ে উত্তম?

৫. পুকুরের তলদেশে কতটুকু কাদা মাছচাষের জন্য উপযোগী?

৬. নার্সারি পুকুরের আদর্শ গভীরতা কত?

৭. জলজ আগাছা কাকে বলে?

৮. কত উপায়ে জলজ আগাছা নিয়ন্ত্রণ করা যায়?

৯. পুকুরে অত্যধিক উদ্ভিদ প্ল্যাংকটন নিয়ন্ত্রণে কী ঔষধ ব্যবহার করা হয়?

১০. রোটেনন কোন উদ্ভিদ হতে তৈরি করা হয়?

১১. রাক্ষুসে মাছ দমনে শতাংশ প্রতি রোটেননের মাত্রা কত?

১২. পুকুর প্রস্তুতকালীন সময়ে কী মাত্রায় টিএসপি সার ব্যবহার করা হয়?

১৩. পুকুর প্রস্তুতকালীন সময়ে কী মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা হয়?

১৪. পুকুর প্রস্তুতির মূল উদ্দেশ্য কী?

১৫. পাড়ে দূর্বা জাতীয় ঘাস লাগানোর উপকারীতা কী ?

১৬. এঁটেল মাটির পুকুরে ঘোলাত্ব প্রতিরোধকল্পে কী ব্যবহার করা যেতে পারে?

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. অবাঞ্ছিত ও রাক্ষুসে মাছ বলতে কী বুঝ?

২. বাজারে পাওয়া যায় এমন বিভিন্ন ধরনের চুন ও চুন সদৃশ উপকরণের নাম লেখ ?

৩. পুকুরে কীভাবে চুন প্রয়োগ করা হয়? ৪. বিভিন্ন প্রকার সারে বিদ্যমান পুষ্টি উপাদানের নাম লেখ।

৫. পুকুরে সার প্রয়োগের উপকারিতা লেখ।

 

 

রচনামূলক প্রশ্ন

১. মৎস্য খামার বা পুকুর খননের ক্ষেত্রে স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর ।

২. অবাঞ্ছিত ও রাক্ষুসে মাছ দমনের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

৩. চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ও পদ্ধতি বর্ণনা কর ।

8. পুকুর প্রস্তুতির সময় সার প্রয়োগের প্রয়োজনীয়তা ও পদ্ধতি আলোচনা কর ।

আরও দেখুন:

Exit mobile version