Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি

পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি

আমাদের আজকের আলোচনার বিষয় পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি – যা শিং কার্প মাছের মিশ্রচাষ প্রযুক্তি এর অন্তর্ভুক্ত।

পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি

 

 

পুকুর নির্বাচন ও পুকুর প্রস্তুতি

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পোনা মজুদ :

প্রাকৃতিক বা হ্যাচারি উৎস থেকে শিং মাছের পোনা সংগ্রহ করা যেতে পারে। পোনা মজুদের পূর্বে অবশ্যই ছত্রাকনাশক দ্বারা পোনা শোধন করে পরে পুকুরে ছাড়তে হবে। পোনা মজুদের ৩ দিন পরে আবার ছত্রাকনাশক দ্বারা পূনরায় চিকিৎসা করতে হবে। একক চাষ পদ্ধতির জন্য প্রতি শতাংশে ২-৩ ইঞ্চি আকারের পোনা ২৫০টি পর্যন্ত মজুদ করা যেতে পারে। উন্নতমানের খাবার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পোনা মজুদের পরিমাণ বাড়ানো যেতে পারে।

 

 

কার্প ও অন্যান্য মাছের সাথে শিং মাছের চাষ :

বর্তমানে অধিক ঘনত্বে থাই কৈ, পাঙ্গাশ ও মনোসেক্স তেলাপিয়ার একক চাষ করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে যেসব পুকুরে পরিকল্পিতভাবে খাদ্য প্রয়োগ করে শুধুমাত্র কার্প জাতীয় মাছের চাষ করা হয় সেসব পুকুরে কার্প জাতীয় মাছের সাথেও এসব প্রজাতির মাছচাষ করা হয়ে থাকে ।

মিশ্রচাষ পদ্ধতিতে কার্প জাতীয় মাছের সাথে শতাংশ প্রতি ২-৩ ইঞ্চি আকারের শিং মাছের পোনা ২০-৩০টি, সিলভার কার্প ৫-৬টি, কাতলা ৪-৫টি এবং রুই মাছের পোনা ১০-১২টি মজুদ করা হয় তাহলে এরা পুকুরের তলার বর্জ্য পদার্থ খেয়ে কাদায় জমাকৃত অ্যামোনিয়া গ্যাস দূর করে পুকুরের তলার পরিবেশ মাছ চাষের অনুকূলে রাখে। বাড়তি কোনো খাদ্য ও পরিচর্যা ছাড়াই শিং পোনাগুলো দ্রুত বড় হয় । উন্নতমানের খাবার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পোনা মজুদের পরিমাণ বাড়ানো যেতে পারে।

আরও দেখুনঃ

Exit mobile version