Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

অধ্যায় – ৫ । মাছচাষে পুকুরের ধরন ও পুকুর খনন অনুশীলন

মাছচাষে পুকুরের ধরন ও পুকুর খনন অনুশীলন

আমাদের আজকের আলোচনার বিষয় মাছচাষে পুকুরের ধরন ও পুকুর খনন অনুশীলন – যা মাছচাষে পুকুরের ধরন ও পুকুর খনন এর অন্তর্ভুক্ত।

অধ্যায় – ৫ । মাছচাষে পুকুরের ধরন ও পুকুর খনন অনুশীলন

 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. পুকুরের আয়তন সর্বনিম্ন কত?

২. মৌসুমী পুকুরে কত মাস পানি থাকে?

৩. বাৎসরিক পুকুর কাকে বলে?

৪. বাৎসরিক পুকুরের গভীরতা সাধারণত কত হয়?

৫. উৎপাদনশীলতার উপর ভিত্তি করে পুকুরকে কত ভাগে ভাগ করা যায়?

৬. আঁতুর পুকুর কতটুকু গভীর হওয়া উচিত?

৭. লালন পুকুর কতটুকু গভীর হওয়া উচিত?

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. পুকুর কাকে বলে?

২. পুকুরে মাছের মিশ্রচাষ বলতে কী বুঝ?

৩. মিশ্রচাষের সুবিধা ও অসুবিধাগুলো কী কী?

৪. কোনো একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাণ ফুটে দেয়া আছে। ঐ পুকুরের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখ?

৫. কোনো একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাণ মিটারে দেয়া আছে । ঐ পুকুরের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখ ।

৬. কোনো একটি পুকুরের দৈর্ঘ্য ১০০ ফুট, প্রস্থ ৫০ ফুট। ঐ পুকুরের আয়তন কত শতাংশ?

৭. পুকুরের পাড়ের ঢাল বলতে কি বুঝায়?

৮. বকচর কাকে বলে?

 

 

রচনামূলক প্রশ্ন

১. পুকুর তৈরির ক্ষেত্রে স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর ।

২. আদর্শ পুকুরের বিভিন্ন অংশের বর্ণনা দাও।

৩. পুকুর খননে মাটির গঠন পরীক্ষাকরণের বিভিন্ন পদ্ধতির নাম লেখ এবং যে কোনো একটি পদ্ধতি বর্ণনা কর।

৪. পানির গভীরতা অনুসারে পুকুরকে কয়ভাগে ভাগ করা যায়? প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্যসমূহের বিবরণ দাও ।

৫. কোনো পুকুরের দৈর্ঘ্য ১০০ ফুট, প্রস্থ ৫০ ফুট, পুকুরের ঢাল ১ : ১.৫ ঐ পুকুরে ৫ ফুট গভীর করে মাটি কাটলে মোট মাটির পরিমাণ কত ঘনফুট হবে ?

৬. কোনো একটি পুকুরের পাড়ের দৈর্ঘ্য ১০০ ফুট, পাড়ের ঢালের দৈর্ঘ্য ১৫ ফুট, পাড়ের উচ্চতা ১০ ফুট এবং পাড়ের টপের প্রস্থ ৬ ফুট হলে পাড়ে উত্তোলিত মোট মাটির পরিমাণ কত ঘনফুট হবে?

আরও দেখনঃ

Exit mobile version