ধান ক্ষেতে মাছচাষ

আমাদের আজকের আলোচনার বিষয় ধান ক্ষেতে মাছচাষ – যা সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা এর অন্তর্ভুক্ত।

ধান ক্ষেতে মাছচাষ

 

ধান ক্ষেতে মাছচাষ

 

কৃষিনির্ভর জনবহুল এ দেশে চাষবাদের জমি অত্যন্ত সীমিত। প্রয়োজন তাই একই জমির বহুবিধ ব্যবহার। এ প্রয়োজন মেটানোর একটি উপায়, ধানক্ষেতে মাছচাষ। সার ও শ্রমিকের উচ্চ মূল্যের কারণে ক্রমেই কৃষকরা  ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। ধানক্ষেতে মাছচাষ করে কৃষকের এ আগ্রহ ফিরিয়ে আনা সম্ভব।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা

  • ধানের সাথে মাছচাষ করলে একই জমি থেকে অতিরিক্ত ফসল হিসেবে মাছ পাওয়া যায়;
  • মাছ চাষের জন্য আলাদা কোন জায়গার দরকার হয় না;
  • মাছ ধানের ক্ষতিকারক কীটপতঙ্গ খেয়ে ফেলে এবং জলজ আগাছা নিয়ন্ত্রণে সহায়তা করে;
  • মাছের মল ও অন্যান্য বর্জ্য পদার্থ ধানক্ষেতে সার হিসেবে কাজ করে। এতে সারের খরচ অনেকাংশে কমে যায়;
  • ধানক্ষেতে সাধারণত কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না;
  • ধানের ফলন শতকরা ১০ ভাগ এবং খড়ের উৎপাদন শতকরা ৫ ভাগ বৃদ্ধি পায়;
  • মাছকে খাদ্য সরবরাহ করা হলে অব্যবহৃত খাদ্য পচে গিয়ে ধানের সার হিসেবে কাজ করে;
  • ধানক্ষেতে মাছচাষ বিশেষ করে কমন কার্প চাষ করলে মাছ ধান গাছের গোড়ার মাটি উলোট পালট করে।
  • ধান গাছের গোড়া আন্দোলিত হয় ফলে ধান গাছ সতেজ হয় এবং ধানের ফলন বেড়ে যায়;
  • ধানের সাথে মাছচাষ করলে পোনা ক্রয়ের খরচ ছাড়া তেমন কোনো বাড়তি পুঁজির প্রয়োজন হয় না;
  • পরিশেষে ধানক্ষেতে মাছচাষ করলে অল্প শ্রম এবং অল্প খরচে বেশি আয় হয় । ধানক্ষেতে মাছ চাষের অসুবিধা : আর্থিক ও পরিবেশগত দিক থেকে লাভজনক সত্ত্বেও ধানক্ষেতে মাছ চাষের বেলায়ও কিছু বাস্তব অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন-
  • গভীর/অগভীর নলকূপ নষ্ট হয়ে গেলে অনেক সময় জমিতে পরিমাণ মতো পানি ধরে রাখা সম্ভব হয় না;
  • বৃষ্টি না হলে এবং বাহির থেকে পরিমাণমতো পানির ব্যবস্থা করতে না পারলে পানি শুকিয়ে মাছ মারা যেতে পারে। আবার বেশি বৃষ্টি হলে ধানক্ষেত ভেসে গিয়ে মাছ চলে যেতে পারে;
  • মাছ ছাড়ার পর রাসায়নিক সার বিশেষ করে দানাদার সার (ইউরিয়া, টিএসপি) পানিতে গুলে না দিয়ে সরাসরি দানাদার অবস্থায় ব্যবহার করলে সারের দানা খেয়ে অনেক সময় মাছ মারা যেতে পারে;
  • ধানক্ষেতে খুব বেশি পোকা লাগলে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়, যা মাছের জন্য ক্ষতিকর;

 

ধান ক্ষেতে মাছচাষ

 

  • ধানের জমিতে পানি কম থাকায় বা কম হয়ে গেলে সাপ, ব্যাঙ ও বক ছোট ছোট মাছ ধরে খেয়ে ফেলতে পারে। তবে অপেক্ষাকৃত বড় পোনা ছাড়লে এ অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়া যায়;
  • ধান ক্ষেতে পরিমাণমতো (৬”-৮”) পানির চেয়ে বেশি পরিমাণ পানি থাকলে ধানের কুশির সংখ্যা কমে যাবে ।

আরও দেখুনঃ

Leave a Comment