Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

থাই কৈ মাছ চাষ পদ্ধতি

থাই কৈ মাছ চাষ পদ্ধতি

আমাদের আজকের আলোচনার বিষয় থাই কৈ মাছ চাষ পদ্ধতি।

থাই কৈ মাছ চাষ পদ্ধতি

 

 

দেশীয় ছোট মাছের মধ্যে কৈ মাছ অন্যতম। এক সময়ে ধানক্ষেত, বিল ও হাওরে প্রচুর পরিমাণে সুস্বাদু কৈ মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে ধানক্ষেতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, বিল সেচে শুকিয়ে মাছ ধরাসহ নানাবিধ কারণে এই মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় এ মাছের প্রাপ্যতা দারুণভাবে হ্রাস পেয়েছে।

ফলে বাজারে এ মাছের মূল্য অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি। তাই অতি সম্প্রতি দেশীয় কৈ মাছের অভাব পূরণের লক্ষ্যে থাইল্যান্ড থেকে দ্রুত বর্ধনশীল কৈ মাছ আমাদের দেশে আমদানি করা হয়, যা থাই কৈ নামে পরিচিত। এ কৈ মাছটি দেখতে অবিকল দেশীয় কৈ মাছের মতো এবং স্বাদও একই রকম। তবে দেশীয় কৈ মাছ এবং থাই কৈ মাছের মধ্যে যে সামান্য পার্থক্য বিদ্যমান নিচে তা দেখানো হলো-

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দেশীয় কৈ মাছ

 

 

থাই কৈ মাছ

আরও দেখুনঃ

Exit mobile version