Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

জীব বৈচিত্র্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন

জীব বৈচিত্র্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন

আমাদের আজকের আলোচনার বিষয় জীব বৈচিত্র্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন।

জীব বৈচিত্র্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন

 

 

জীববৈচিত্র্য শব্দটি ইংরেজি Biodiversity শব্দের বাংলা প্রতিশব্দ। জীববৈচিত্র্য হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের জীবের প্রকরণ ও বিভিন্নতা। এই বিভিন্নতা প্রজাতি ও পপুলেশনের বংশগতির বিভিন্নতা হতে পারে। তাছাড়া পরিবেশের পরিবর্তন তাদের আন্তঃক্রিয়ার ফলে সৃষ্ট প্রকরণও হতে পারে ।

আমাদের চারপাশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, যেমন- আম, জাম, কাঁঠাল, নারিকেল, ইত্যাদি এবং বিভিন্ন প্রজাতির প্রাণী, যেমন- গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রভৃতি রয়েছে। এছাড়া আছে অসংখ্য বিভিন্ন প্রজাতির অণুজীব, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না । জীববৈচিত্র্য শুধু জীবের মধ্যে সীমাবদ্ধ নয়। এদের আবাসভূমির প্রকরণ এবং বিস্তৃতিও এর অর্ন্তভুক্ত।

জলজ জীববৈচিত্র্য :

জলজ জীববৈচিত্র্য বলতে জলজ পরিবেশে উপস্থিত সব প্রাণী ও উদ্ভিদ বা জীবকুলের সমৃদ্ধতা বুঝায় । যেমন- কোনো জলাশয়ের সকল জলজ প্রাণী, তথা মাছসমূহ, জলজ উদ্ভিদসমূহ, অণুজীবসমূহ মিলেই সেখানকার জীববৈচিত্র্যের সৃষ্টি করে। আর সেখানে প্রত্যেকের অবস্থান বা উপস্থিতি অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে ভারসাম্য রক্ষা করে।

আগে সাধারণত মনে করা হতো যেসব জীব বা প্রাণী মানুষের সরাসরি উপকারে লাগে কেবল সেগুলোই পরিবেশে রাখতে হবে। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে মানুষ তাঁর নিজের অস্তিত্ব রক্ষার্থে অনুভব করেছে যে, পরিবেশে উপস্থিত সব জীবেরই একটি গুরুত্ব রয়েছে এবং একটি বিশেষ বস্তু বা প্রজাতির সর্বনিম্ন পরিমাণের উপস্থিতি সেখানে নিয়ন্ত্রক বা নিয়ামক হিসেবে কাজ করে । যেমন- গুইসাপ সরাসরি মানুষের উপকার করে না, কিন্তু দেখা যায় গুইসাপের উপস্থিতি অন্যান্য বিষধর সাপের উপস্থিতিকে নিয়ন্ত্রণ করে। তাই গুই সাপের অনুপস্থিতিতে বিষধর সাপের প্রাধান্য বাড়তে বাড়তে মানুষের উপস্থিতিকে বিপন্ন করতে পারে ।

আবার দেখা যায় কিছু বিশেষ বৃক্ষ মশার বৃদ্ধি ও জন্ম নিয়ন্ত্রণ করে। আবার কিছু জলজ আগাছা মশার জন্ম ও বৃদ্ধিকে ত্বরান্বিত করে। আবার অনেক সময় নদীর গভীরতম অংশ যেখানে পর্যাপ্ত পরিমাণ ছোট মাছ বিদ্যমান থাকে সেখানে শুশুকের উপস্থিতি দেখা যায়। অর্থাৎ শুশুকের উপস্থিতি ছোট মাছের প্রাচুর্য্যতা নিশ্চিত করে। এমনিভাবে আমাদের জলাভূমিতে উপস্থিত প্রতিটি প্রজাতিই কোনো না কোনো স্বাভাবিক গুরুত্ব নিয়ে প্রকৃতিতে অবস্থান করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার বিভিন্ন কার্যক্রমের ফলে জীববৈচিত্র্য দ্রুত হ্রাস পাচ্ছে।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মৎস্য জীববৈচিত্র্য হ্রাসের মানবসৃষ্ট কারণসমূহ :

মৎস্য জীববৈচিত্র্য হ্রাসের মানব সৃষ্ট কারণসমূহ নিচে উল্লেখ করা হলো ।

 

 

মৎস্য জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়সমূহ :

মৎস্য জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়সমূহ নিচে আলোচনা করা হলো ।

আরও দেখুনঃ

Exit mobile version