চুন প্রয়োগের উপকারিতা

আমাদের আজকের আলোচনার বিষয় চুন প্রয়োগের উপকারিতা – যা রুই জাতীয় মাছের মিশ্রচাষে পোনা মজুদপূর্ব ব্যবস্থাপনা এর অন্তর্ভুক্ত।

চুন প্রয়োগের উপকারিতা

 

চুন প্রয়োগের উপকারিতা

 

চুন প্রয়োগের উপকারিতা

  • চুন মাছচাষের পরিবেশকে অর্থাৎ মাটি ও পানির অম্ল-ক্ষারত্বকে নিরপেক্ষ করে
  • চুন মাছের কাঁটা ও আঁইশ গঠনে সহায়তা করে;
  • মাছের রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে;
  • পুকুরের তলায় অবস্থিত পচা জৈব পদার্থের পচন ক্রিয়া ত্বরান্বিত করে;
  • মাটিতে বিদ্যমান বিভিন্ন পুষ্টিকারক উপাদানসমূহ মাটি হতে পানিতে মুক্ত করে প্রাকৃতিক খাবার তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে ও
  • চুন বাফার হিসেবে কাজ করে ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুন প্রয়োগের সময় :

যদি রোটেনন প্রয়োগ করা হয় তবে রোটেনন প্রয়োগের ২-৩ দিন পর এবং সার প্রয়োগের বিশেষ করে টিএসপি সার প্রয়োগের ৫-৭ দিন আগে চুন প্রয়োগ করতে হয়।

চুন প্রয়োগের মাত্রা :

মাটির ধরন ও পুকুরের বয়স অনুযায়ী শতাংশ প্রতি চুন প্রয়োগের মাত্রা ।

 

চুন প্রয়োগের উপকারিতা

চুন প্রয়োগ পদ্ধতি :

দুই ধরনের (শুষ্ক এবং পানি ভর্তি) পুকুরে দুইভাবে চুন প্রয়োগ করতে হবে। পুকুর যদি শুকনো হয় তাহলে –

শুকনো পুকুরে চুন প্রয়োগ :

পুকুর যদি গ্রীষ্মকালে শুকিয়ে যায় অথবা নতুন করে পুকুর খনন করা হয় তাহলে প্রয়োজনীয় মাত্রায় চুন ভালোভাবে গুঁড়া করে যখন বাতাস থাকবে না তখন বকচরসহ সমস্ত পুকুরের শুষ্ক তলদেশে সমভাবে ছড়িয়ে দিতে হবে। এর পরে লাঙ্গল দ্বারা চাষ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চুন গুঁড়া করতে অসুবিধা হলে চুনকে শক্ত মাটির উপর রেখে অল্প পরিমাণে পানি ছিটিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে চুন গুঁড়া হয়ে যাবে তখন গুঁড়া চুন ছিটিয়ে দেয়া যেতে পারে ।

পানি ভর্তি পুকুরে চুন প্রয়োগ :

মাছচাষ চলমান অবস্থায় পুকুরে চুন দেয়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় মাত্রায় চুন সুবিধাজনক কোনো পাত্র যেমন- স্টিলের বালতি বা হাফ ড্রামে কিংবা ইউরিয়া বা টিএসপির প্লাষ্টিকের খালি বস্তায় অর্ধেক পরিমাণ চুন দ্বারা ভর্তি করে বস্তার একদম উপরের অংশে রশি দ্বারা মুখ বেঁধে বড় পুকুর এবং পর্যাপ্ত পরিমাণ পানি (কমপক্ষে ৩ ফুট) থাকলে সে পুকুরে ভিজিয়ে রাখা যেতে পারে। পরে চুন ভিজে ঠাণ্ডা হলে তা গুলে নিয়ে পাতলা দ্রবণ তৈরি করে বকচরসহ সমস্ত পুকুরে বিকেলে সমভাবে ছিটিয়ে দিতে হবে।

এক্ষেত্রে বড় পুকুরে নৌকা বা কলাগাছের ভেলা ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য যে, মাছ ভর্তি পুকুরে কোনো অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত চুন প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে সবচেয়ে ভালো প্ৰথমে ১/২ কেজি/শতাংশ হারে চুন প্রয়োগ করে ৭ দিন পরে প্রয়োজনীয় মাত্রায় সার প্রয়োগের পরেও যদি পানিতে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য তৈরি না হয় তাহলে আবারও শতাংশ প্রতি ১/২ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে । মনে রাখতে হবে পুকুরে একবার চুন প্রয়োগ করে বন্ধ রাখা উচিত নয়। বরং প্রতি ৩ মাস অন্তর অন্তর সার প্রয়োগের অন্তত ৭ দিন আগে শতাংশ প্রতি ১/২ কেজি হারে চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে।

আরও দেখুন:

Leave a Comment