চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন অধ্যায়ের প্রশ্নমালা । যা ” চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন অধ্যায়ের প্রশ্নমালা

 

চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

এক কথায় উত্তর দাও

১. কোন ধরনের মাটিতে হ্যাচারি স্থাপন করা উচিত নয়?

২. হ্যাচারিতে প্রয়োজনীয় ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?

৩. হ্যাচারিতে প্রতি বছর কোন ধরনের খরচ নির্বাহ করতে হয়?

৪. হ্যাচারিতে কাঁটা তারের বেড়া নির্মাণ ব্যয় কোন ধরনের ব্যয়?

৫. হ্যাচারিতে ডিপ টিউবওয়েল স্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাগদা প্রকল্প প্রণয়নের উদ্দেশ্য কী?

২. চিংড়ি হ্যাচারির ক্ষেত্রে ছোট প্রকল্প বাস্তবায়নের সুবিধাগুলো লেখ।

৩. মূলধন খরচ ও আবর্তন খরচ বলতে কী বোঝ?

৪. প্রচলিত পদ্ধতির বাগদা চিংড়ির খামারের উৎপাদন ব্যয়ের উপখাতগুলোর নাম লেখ।

৫. প্রচলিত পদ্ধতির বাগদা চিংড়ির খামারের উৎপাদন ব্যয়ের উপখাতগুলোর নাম লেখ।

৬. আধানিবিড় চাষ পদ্ধতির বাগদা চিংড়ির খামারের যন্ত্রপাতি ক্রয়ের উপখাতগুলোর নাম লেখ।

 

চিংড়ি চাষের প্রকল্প প্রণয়ন অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

রচনামূলক প্রশ্ন

১. বাগদা চিংড়ির প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে যেসব বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করতে হয় সেগুলো লিপিবদ্ধ কর।

২. গলদা চিংড়ির প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপকৃত বিষয়গুলো লিপিবদ্ধ কর।

৩. ১০ একর বিশিষ্ট আধানিবিড় চাষ পদ্ধতির খামারের বার্ষিক আয় নির্ধারণ কর।

৪. চিংড়ি হ্যাচারিতে আয়ের খাতগুলো বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment