বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

আমাদের আজকের আলোচনার বিষয় – বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ অধ্যায়ের প্রশ্নমালা । যা ” বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ অধ্যায়ের প্রশ্নমালা

 

বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

 

এক কথায় উত্তর দাও

১. প্রচলিত পদ্ধতিতে চাষকৃত চিংড়ি সাধারণত কোন সময় আহরণ করা হয়?

২. খুলনা অঞ্চলে সাধারণত কোন সময় চিংড়ি আহরণ করা হয়?

৩. চিংড়ি আহরণ উপকরণকে এক কথায় কি বলা হয়?

৪. ডারকি কোন এলাকায় বেশি ব্যবহৃত হয়?

৫. বেহুন্দি জালের স্থানীয় নাম কি?

৬. চারপাতা জাল দৈর্ঘ্যে কত মিটার হয়ে থাকে?

৭. কত ওজনের চিংড়ি বাজারজাতকরণের জন্য লাভজনক?

৮. বাগদা চিংড়ি কয়টি পদ্ধতিতে আহরণ করা হয়?

৯. অনবরত চাষ পদ্ধতিতে পোনা মজুদের কয় মাস পর থেকে সাধারণত চিংড়ি আহরণ করা শুরু হয়?

১০. আহরণকৃত চিংড়ি বরফ মিশ্রিত পানিতে কত সময় ডুবিয়ে রাখতে হয়?

১১. পরিবহন সময় ১২-১৮ ঘন্টা হলে বরফ ও চিংড়ি ব্যবহারের অনুপাত কত হবে?

১২. বিপণন প্রক্রিয়ায় মধ্যস্বত্ত্বভোগী কাদের বলা হয়?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. চিংড়ি আহরণের ক্ষেত্রে আংশিক আহরণ পদ্ধতি বর্ণনা কর।

২. চিংড়ি আহরণের ক্ষেত্রে সম্পূর্ণ আহরণ পদ্ধতি বর্ণনা কর।

৩. চিংড়ির আহরণাত্তের পরিচর্যা বর্ণনা কর।

৪. বাংলাদেশের চিংড়ি বিপণন ব্যবস্থা বর্ণনা কর।

৫. বাংলাদেশের চিংড়ি বিপণনে প্রধান সমস্যাসমূহ উল্লেখ কর।

৬. যেসব কারণে চিংড়ি প্রক্রিয়াজাত কারখানায় পৌঁছার পূর্বেই চিংড়ির গুণগতমান নষ্ট হয়ে যায় তা বর্ণনা কর।

 

বাগদা চিংড়ি আহরন ও বাজারজাতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং ১

 

রচনামূলক প্রশ্ন

১. বাগদা চিংড়ির আহরণ পদ্ধতি বর্ণনা কর।

২. বাগদা চিংড়ির আহরণ পরবর্তী ব্যবস্থাপনা বর্ণনা কর।

৩. বাগদা চিংড়ির বাজারজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।

৪. বাগদা চিংড়ির প্যাকিং পদ্ধতি বর্ণনা কর।

৫. চিংড়ির গুণগতমান অক্ষুন্ন রাখার কৌশল বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment