Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

অধ্যায় – ১২ । চাষযোগ্য মাছের সাধারণ রোগ, রোগের প্রতিরোধ ও প্রতিকার বা চিকিৎসা অনুশীলন

চাষযোগ্য মাছের সাধারণ রোগ

আমাদের আজকের আলোচনার বিষয় চাষযোগ্য মাছের সাধারণ রোগ, রোগের প্রতিরোধ ও প্রতিকার বা চিকিৎসা অনুশীলন – যা চাষযোগ্য মাছের সাধারণ রোগ, রোগের প্রতিরোধ ও প্রতিকার বা চিকিৎসা এর অন্তর্ভুক্ত।

অধ্যায় – ১২ । চাষযোগ্য মাছের সাধারণ রোগ, রোগের প্রতিরোধ ও প্রতিকার বা চিকিৎসা অনুশীলন

 

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. কেন মাছ রোগাক্রান্ত হয়?

২. মাছের রোগ সৃষ্টিকারী জীবাণুসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ?

৩. ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মাছের দুটি রোগের নাম লেখ?

৪. ভাইরাস দ্বারা সৃষ্ট মাছের একটি রোগের নাম লেখ?

৫. ছত্রাক দ্বারা সৃষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছের রোগ কোনটি?

৬. পরজীবীর সংক্রমণে সৃষ্ট মাছের দুইটি রোগের নাম লেখ।

৭. লেজ ও পাখনা পচা রোগের লক্ষণ লেখ।

৮. লেজ ও পাখনা পচা রোগে ব্যবহৃত ১টি এন্টিবায়েটিকের নাম লেখ।

৯. পেট ফুলা রোগ কোন মাছে বেশি হয়?

১০. পেট ফুলা রোগের চিকিৎসা কী? ১১. আমাদের দেশে প্রথম কোন বছর ক্ষতরোগ দেয়া যায়?

১২. কোন সময় ক্ষতরোগ হয়?

১৩. ক্ষতরোগ প্রতিকারের জন্য কী পরিমাণ চুন প্রয়োগ করা দরকার?

১৪. ছত্রাকজনিত ফুলকা পচা রোগের লক্ষণ কী?

১৫. ছত্রাকজনিত ফুলকা পচা রোগে ব্যবহৃত হয় এমন দুটি ঔষধের নাম লেখ।

১৬. স্যাপরোলেগনিয়াসিস রোগের একটি লক্ষণ লেখ ।

১৭. পরজীবীঘটিত রোগকে কত ভাগে ভাগ করা যায়?

১৮. সাদা দাগ রোগ প্রতিকারে কী ঔষধ ব্যবহার করা হয়

১৯. গাইরোড্যাকটাইলোসিস রোগের লক্ষণ কী?

২০. আরগুলাসের আক্রমণ কোন ধরনের মাছে বেশি দেখা যায়?

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. পেট ফুলা রোগের দুইটি লক্ষণ বর্ণনা কর।

২. এককোষী পরজীবী দ্বারা সৃষ্ট রোগের দুইটি লক্ষণ বর্ণনা কর।

৩. ক্রাস্টাশিয়ান পরজীবীঘটিত দুইটি রোগের নাম লেখ। যে কোনো একটি রোগের দুইটি লক্ষণ বর্ণনা কর।

৪. মাছে ফুলকা পচা রোগের লক্ষণ কী কী?

৫. EUS শব্দের পূর্ণাঙ্গরূপ ইংরেজিতে লেখ ।

 

 

রচনামূলক প্রশ্ন

১. মাছের রোগের লক্ষণ সমুহ কীভাবে পর্যবেক্ষণ করা যায় তা আলোচনা কর ।

২. ক্ষতরোগের উৎপত্তি ও প্রকৃতি আলোচনা কর। কীভাবে এ রোগ দমন করা যায়?

৩. মাছের পরজীবীঘটিত রোগের বিবরণ দাও। কীভাবে পরজীবীজনিত রোগ প্রতিকার করা যায়?

৪. ব্যাকটেরিয়াজনিত যে কোনো একটি রোগের প্রতিকার ও প্রতিরোধ পদ্ধতি বর্ণনা কর ।

৫. মাছের রোগে চিকিৎসা পদ্ধতি কেন তত বেশি ফলপ্রসূ নয় তা বর্ণনা কর ।

আরও দেখুনঃ

Exit mobile version