Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

ঘোলাত্ব প্রতিকারের উপায়

ঘোলাত্ব প্রতিকারের উপায়

আমাদের আজকের আলোচনার বিষয় ঘোলাত্ব প্রতিকারের উপায় – যা মাছ চাষকালে উদ্ভূত সমস্যা ও তার সম্ভাব্য সমাধান এর অন্তর্ভুক্ত।

ঘোলাত্ব প্রতিকারের উপায়

 

 

ঘোলাত্ব প্রতিকারের উপায়

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পানির উপর সবুজ স্তর :

পুকুরে অতিরিক্ত প্ল্যাংকটন বিশেষ করে ফাইটোপ্ল্যাংকটন জন্মানোর জন্য পানির রং ঘন সবুজ হয় । এ অবস্থায় বেশি দিন থাকলে প্ল্যাংকটন মরে এবং পচে গিয়ে পানির উপর সবুজ স্তর তৈরি হয়। এক সময় এগুলো পচে দুর্গন্ধ বের হয় এবং পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পানিতে শ্যাওলার এই আধিক্য কে ব্লুম (Bloom) বলে।

শ্যাওলা নিয়ন্ত্রণের উপায়

 

 

পানির উপর লাল স্তর :

পানিতে ইউগ্লিনা জাতীয় এক ধরনের প্ল্যাংকটনের আধিক্য বেশি থাকলে অথবা পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকলে অথবা পুকুরে যদি অতিরিক্ত পচা কাদা থাকে তাহলে পানির উপর লাল সরের মত স্তর তৈরি হয়। এ ধরনের স্তর রোদের সময় লাল রং ধারণ করে। রোদ না থাকলে অথবা সকালের দিকে ধূসর বা সবুজাভ দেখায়। পুকুরে এ রকম লাল স্তর সৃষ্টি হলে পানিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হয় ও অক্সিজেন ঘাটতি দেখা দেয়। তাই পুকুরের পানিতে লাল স্তরের সৃষ্টি হলে তা তুলে ফেলতে হবে বা অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে হবে ।

আরও দেখুনঃ

Exit mobile version