আমাদের আজকের আলোচনার বিষয় – পুকুরে গলদা চিংড়ি পোনা মজুদোত্তর ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা । যা ” পুকুরে গলদা চিংড়ি পোনা মজুদোত্তর ব্যবস্থাপনা ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।
শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।
পুকুরে গলদা চিংড়ি পোনা মজুদোত্তর ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা
প্রশ্নমালা
এক কথায় উত্তর দাও
১. পানি ব্যবস্থাপনায় পানি পরিবর্তনের সময় প্রত্যেক বার কত ভাগ পানি পরিবর্তন করা হয়?
২. নিবিড় পদ্ধতিতে চাষাবাদকালে কোন পদ্ধতিতে পানি পরিবর্তন করা হয়।
৩. পুকুরের বিভিন্ন স্তরের পানি পরিবর্তনের জন্য সুইন গেটের মুখে কি ব্যবহার করা হয়।
৪. পানির স্বচ্ছতা কত সেন্টিমিটারের কম বা বেশি হলে পানি পরিবর্তন করতে হবে?
৫. পুকুরের পানির তাপমাত্রা কত ডিগ্রির বেশি হলে চিংড়ির মড়ক দেখা দিতে পারে।
৬. চিংড়ি চাষের পুকুরে দ্রবীভূত অক্সিজেনের উত্তম মাত্রা কত?
৭. ফাইটোপ্ল্যাংকটন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস ত্যাগ করে?
৮. বেশি ফাইটোপ্ল্যাংকটন যুক্ত পুকুরে কোন সময় বেশি অক্সিজেন থাকে?
৯. বাগদা চিংড়ি সর্বোচ্চ কত লবণাক্ততায় বাঁচতে পারে?
১০, চিংড়ির পুকুরে অ্যামোনিয়ার সহনীয় মাত্রা কত?
১১. চিংড়ির জন্য পানির উত্তম পিএইচ মাত্রা কত?
১২. সেল্কি ডিক রিডিং কত হলে পুকুরে সার প্রয়োগ করা উচিত?
১৩. চিংড়ির নমুনা সংগ্রহে সাধারণত কোন জাল ব্যবহার করা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. Flow through system বলতে কী বোঝ লেখ।
২. কোন কোন অবস্থায় পানি পরিবর্তন করা দরকার তা লেখ
৩. চিংড়ি চাষের পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারণগুলো লেখ।
৪. চিংড়ির পুকুরে অক্সিজেন হ্রাসের লক্ষণগুলো দেখ।
৫. পানিতে অক্সিজেন বৃদ্ধির উপায়গুলো লেখ।
৬. পুকুরে অ্যামোনিয়া নিয়ন্ত্রণের উপায়গুলো লেখ।
৭. পানির পিএইচ কমে গেলে চিংড়ির উপর কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয় তা লেখ।
৮. পানির পিএইচ বেড়ে গেলে চিংড়ির উপর কী ধরনের প্রভাব পরিলক্ষিত হয় তা লেখ।
৯. পুকুরে হাইড্রোজেন সালফাইড নিয়ন্ত্রণের উপায়সমূহ লেখ।
১০. চিংড়ি স্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কী লেখ।
রচনামূলক প্রশ্ন
১. চিংড়ি চাষাবাদে পানির গুণাগুণ আলোচনা কর।
২. চিংড়ি চাষাবাদে অ্যামোনিয়ার গুরুত্ব আলোচনা কর।
৩. পোনা মজুদোত্তর পুকুরে সার প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
৪. চিংড়ির ওজনের ভিত্তিতে খাদ্য প্রয়োগের হার বর্ণনা কর।
৫. চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনায় রাসায়নিক দ্রব্যের প্রয়োগমাত্রা বর্ণনা কর।
আরও দেখুনঃ