গলদা খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৪ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – গলদা খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা । যা ” গলদা খামার প্রস্তুতকরণ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

গলদা খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা

 

গলদা খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৪ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

প্রশ্নমালা

এক কথায় উত্তর দাও

১. পুকুর প্রস্তুতকালে সূর্যালোকে তলদেশে কতটুকু গভীর ফাটিল সৃষ্টি করা উচিত?

২. গলদা চিংড়ির পুকুরে সাধারণত কয় ধরনের উত্তিন জনার?

৩. ক্লায়োকোরা কোন ধরনের উদ্ভিদ।

৪. কচুরিপানা এ ক্ষুদিপানা কোন ধরনের উদ্ভিদ?

৫. কলমিলতা কোন ধরনের উদ্ভিদ।

৬. আগাছা দমনের পদ্ধতি কয়টি?

৭. সার প্রয়োগ করে কোন ধরনের উদ্ভিদ দমন করা যায়?

৮. রাসায়নিক পদ্ধতিতে আগাছা দমনের ক্ষেত্রে ব্যবহৃত দুইটি রাসায়নিক পদার্থের নাম লিখ।

৯. অজৈব পেস্টিসাইড ফসটক্সিন-এর বিশ্বক্রিয়া কয়দিন স্থায়ী হয়?

১০. বিচিং পাউডারে কত ভাগ ক্লোরিন থাকে।

১১. চুন প্রয়োগের মাধ্যমে কোন ধরনের শেওলা দমন করা যায়।

১২. সরিষার খৈলে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?

১৩. পুকুরের পানির প্রাথমিক উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য চিংড়ি চাষিরা কি ব্যবহার করে থাকে?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. পুকুরে যে ক্ষয় শ্রেণির জলজ আগাছা জন্মায় তাদের নাম লিখ।

২. নিগর্মণশীল উদ্ভিদ ও নিমজ্জনশীল উদ্ভিদ এর মধ্যে পার্থক্য কী?

৩. জলজ উদ্ভিদ সমনের পদ্ধভিগুলোর নাম লেখ।

৪. পুকুরের তলদেশে জকানারে উপকারিতাগুলো লেখ।

৫. ইউরিয়া সার প্রায়োগের পরিমাণ নির্ধারণের সূত্রটি লেখ।

৬. টিএসপি সার প্রয়োগের পরিমাণ নির্ধারণের সূত্রটি শেখ।

৭. মাছ চাষে সেভি ডিক মাত্রা কত হওয়া সমীচীন।

 

গলদা খামার প্রস্তুতকরণ অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৪ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

রচনামূলক প্রশ্ন

১. পুকুরে জলজ উদ্ভিদের ক্ষতিকর দিকসমূহ বর্ণনা কর।

২. সার প্রয়োগ পদ্ধতি ও জৈবিক পদ্ধতিতে আগাছা দমনের উপায়সমূহ বর্ণনা কর।

৩. পুকুরে সারের উৎসগুলো বর্ণনা কর।

৪. সেকি ডিক ব্যবহার পদ্ধতি বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment