Site icon Fisheries Gurukul [ মৎস্য গুরুকুল ] GOLN

গলদা চিংড়ির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২খাদ্য

গলদা চিংড়ির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-৭ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২খাদ্য

আমাদের আজকের আলোচনার বিষয় – গলদা চিংড়ির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা । যা ” গলদা চিংড়ির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

গলদা চিংড়ির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্নমালা

 

 

প্রশ্নমালা

এক কথায় উত্তর দাও

১. চিংড়ির খাদ্য কয় প্রকার?

২. পুকুরে সবল চিংড়ির কখন দুর্বল চিংড়িকে আক্রমণ করে?

৩. ক্ল্যাডোফোরা কোন ধরনের শেওলা।

৪. কোন ধরনের শেওলা চিংড়ির সবচেয়ে প্রিয় খাদ্য?

৫. ডাফনিয়া, ময়না প্রকৃতি কোন জাতীয় প্রাণীপ্ল্যাংকটন।

৬. সাইক্লপস, ডায়পটোমাস প্রভৃতি কোন জাতীয় প্রাণীপ্ল্যাংকটন?

৭. আর্টিমিয়া কত দিন বয়সে পরিপকৃতা লাভ করে?

৮. কত লবণাক্ততায় আর্টিমিয়া সরাসরি বাচ্চা দেয়?

৯. চিংড়ি চাষের প্রথম মাসে প্রতিটি ফিডিং ট্রেতে কি পরিমাণ খাদ্য সরবরাহ করা হয়?

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিন্ড প্রশ্ন

১. প্রাণী প্ল্যাংকটন চাষ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।

২. সমন্বিতভাবে আর্টিমিয়া উৎপাদনের জন্য পানির ভৌত-রাসায়নিক গুণাবলি লেখ।

৩. সম্পূরক খাদ্য মজুদ রাখার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।

৪. প্রতিদিন পুকুরে খাদ্য প্রয়োগের সূত্রটি লেখ।

৫. চিংড়ির খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাওয়ার বিভিন্ন কারণগুলো লেখ।

৬. এফসিআর কি?

 

 

রচনামূলক প্রশ্ন

১. চিংড়ির খাদ্যচক্রটি লেখ।

২. ডায়াটম নামক শেওলার চাষ পদ্ধতি বর্ণনা কর।

৩. প্রাকৃতিকভাবে উৎপাদিত আর্টিমিয়ার ডিম ও আর্টিমিয়ার সংগ্রহ পদ্ধতি বর্ণনা কর।

৪. কৃত্রিম উপায়ে আর্টিমিয়া উৎপাদনের যে কোনো একটি পদ্ধতি বর্ণনা কর।

৫. এফসিআর নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।

আরও দেখুনঃ

Exit mobile version