মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুকি | অধ্যায়-২ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুকি । যা ” গলদা চিংড়ি চাষ ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুকি

 

মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুকি | অধ্যায়-২ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুঁকি

মাছ ও চিংড়ি চাষে ঋতুভিত্তিক বেশ কিছু ঝুঁকি থাকে। এসব ঝুঁকি মাকোবিলায় সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সমূহ সম্ভাবনা থেকে যায়। এমন কি অনেক সময় সমস্ত চাষ ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। ঝুঁকিগুলো হচ্ছে

(১) বর্ষাকালীন ঝুঁকি

বর্ষাকালে অতিবৃষ্টি বা বন্যায় সমস্ত মাছ ও চিংড়ি ভেসে যেতে পারে। তাই এ সময়ের আগেই বড় অর্থাৎ বিক্রয়যোগ্য মাছ ও চিংড়ি আহরণ করা উচিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

(২) শুঙ্গ মৌসুমের ঝুঁকি

শুরু মৌসুমে পানির স্তর নিচে নেমে যেতে পায়ে বা পানিয় পতীব্রতা কমে যেতে পারে। এ অবস্থায় পানি তাড়াতাড়ি পরম হয়ে অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। ফলে সমস্ত মাছ ও চিংড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এ অবস্থা সৃষ্টি হওয়ার আপেই বাজারজাতযোগ্য মাছ ও চিংড়ি ধরে ফেলা উচিত।

(৩) শীতকালীন ঝুঁকি

গত কয়েক বৎসর যাবৎ আমাদের দেশে ক্ষতরোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এ রোগ সাধারণত নভেম্বর-ফেব্রুয়ারি মাসেই বেশি দেখা দেয়। এ সময়ে পুকুরে জীবতর বেশি থাকলে এ রোগের সম্ভাবনা বেড়ে যায়। সে কারণে এ সময়ের আগেই বড় মাছ ও চিংড়ি ধরে পুকুরের জীবতর কমিয়ে দেয়া উচিত।

 

মাছ ও চিংড়ি চাষের ঋতুভিত্তিক ঝুকি | অধ্যায়-২ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

(৪) চুরি

এটা একটা সাধারণ সামাজিক ঝুঁকি। পুকুরে মাছ ও চিংড়ি বড় হলে এ ঝুঁকি বেড়ে যায়। সে কারণে বড় মাছ ও চিংড়ি আদ্রণ করলে চুরির সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

আরও দেখুনঃ

Leave a Comment