গলদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

আমাদের আজকের আলোচনার বিষয় – গলদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা । যা ” গলদা চিংড়ির জীববিদ্যা ” অধ্যায়ের অন্তর্ভুক্ত ।

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) স্তরের শিক্ষাক্রম ইতোমধ্যে পরিমার্জন করে যুগোপযোগী করা হয়েছে।

গলদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা

 

গলদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

প্রশ্নমালাঃ

এক কথায় উত্তর দাওঃ

১. মিঠা পানির গলদা চিংড়ির ডিম পরিস্ফুটন থেকে পোস্ট লার্ভা পর্যন্ত ক্রমবিকাশ কোথায় সম্পন্ন হয়?

২. চিংড়ির শিরোবক্ষ পৃষ্ঠদেশের আবরণ কি নামে পরিচিত?

৩. চিংড়ি কিসের দ্বারা পুঞ্জাক্ষীকে চারিদিকে ঘুরাতে পারে?

৪. চিংড়ির দেহে সর্বমোট কয় জোড়া উপাঙ্গ রয়েছে?

৫. প্রটোপাডোইটের বাইরের শাখাটি কি নামে পরিচিত?

৬. চিংড়ির কোন উপাঙ্গকে শুঙ্গাণু বলা হয়?

৭. সাঁতার কাটার সময় কোন অঙ্গের সাহায্যে দেহের ভারসাম্য রক্ষা করে?

৮. চিংড়ির কোন চলনপদকে আদর্শ চলনপদ বলা হয়?

৯. কোন উপাঙ্গকে চিংড়ির আদর্শ সন্তরণ উপাঙ্গ বলা হয়?

১০. কোন উপাঙ্গের সাহায্যে চিংড়ি পিছনের দিকে দ্রুত চলে যেতে পারে?

১১. মুখ গহ্বরের কোথায় মালোর প্রসেস অবস্থিত?

১২. গলদা চিংড়ির ডিম ফুটতে মোট কত সময় লাগে?

১৩. গলদা চিংড়ির ডিম ফুটার জন্য পানির লবণাক্ততা কত হওয়া দরকার?

১৪. লার্ভা অবস্থায় গলদা চিংড়ি কতবার খোলস পাল্টায়?

১৫. লার্ভা থেকে পোস্ট লার্ভা অবস্থায় পৌছাতে গলদা চিংড়ির কতদিন সময় লাগে?

১৬. জুভেনাইল অবস্থায় চিংড়ি কতদিন অন্তর একবার খোলস বদলায়?

১৭. গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম কি?

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. চিংড়ির শিরোপাঙ্গগুলোর নাম লেখ।

২. একডাইসিস বলতে কি বোঝ লেখ।

৩. গলদা-চিংড়ির শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখ।

৪. বিভিন্ন ধরনের স্ত্রী গলদা-চিংড়ির নাম লেখ।

 

গলদা চিংড়ির জীববিদ্যা অধ্যায়ের প্রশ্নমালা | অধ্যায়-১ | শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-২

 

রচনামূলক প্রশ্নঃ

১. চিংড়ির বিভিন্ন উপাঙ্গের কার্যাবলি বর্ণনা কর।

২. চিংড়ির খাদ্যগ্রহণ ও পরিপাক প্রক্রিয়া বর্ণনা কর।

৩. গলদা-চিংড়ির লার্ভার রূপান্তরের বিভিন্ন পর্যায় বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment