আমাদের আজকের আলোচনার বিষয় সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা।
সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা
সমন্বিত মৎস্য চাষ (Integrated Fish Farming) হচ্ছে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে খামারের পরিবেশগত ভারসাম্য বজায় রেখে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্যে একই জমিতে, একই মাধ্যমে উৎপাদন বাড়ানোই সমন্বিত মৎস্য চাষের মূল উদ্দেশ্য। সময়ে, একই সাথে একাধিক ফসল উৎপাদন করা। যেমন- ধান ও মাছ চাষ, মাছ ও হাঁস-মুরগি চাষ, মাছ ও শাক সবজি চাষ, মাছ ও গবাদি পশু পালন ইত্যাদি। খামারের বর্জ্যের উপযুক্ত ব্যবহার করে কম বিনিয়োগের
সমন্বিত মৎস্য চাষের সুবিধাসমূহ
- একই জমিতে একই সময়ে অল্প খরচে মাছের সাথে একাধিক ফসল পাওয়া যায়;
- উৎপন্ন ফসলের অংশবিশেষ মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- ধান ও মাছচাষে কুঁড়া মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়;
- মাছ ও হাঁস মুরগি পালনে হাঁস-মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট খাদ্য সরাসরি মাছের খাদ্য অথবা জৈব সার হিসেবে ব্যবহৃত হয়;
- ক্ষেতের আগাছা দমনের জন্য অতিরিক্ত শ্রমের প্রয়োজন হয় না;
- সারা বছরই নানা খাত থেকে আয় হয়;
- পরিত্যক্ত দ্রব্যাদির সফল ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুন্দর থাকে
- পরিবারের অতিরিক্ত জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়;
- ঝুঁকি কম থাকে অর্থাৎ কোন উৎপাদন কার্যক্রম প্রাকৃতিক বা অন্য কোন কারণে ব্যহত হলে অন্য উৎপাদন কার্যক্রমের মাধ্যমে সে ক্ষতি অনেকটা পুষিয়ে নেয়া যায়;
- পরিবেশের ভারসাম্য এবং জমির উর্বরতা শক্তি বজায় থাকে;
- ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার কম হয় ফলে খরচ কমে যায়;
- পরিশেষে উৎপাদন ব্যয় হ্রাস পায় ফলে লাভের অংশ অনেক বেড়ে যায় ।

সমন্বিত মৎস্য চাষের অসুবিধাসমূহ
- একক চাষ অপেক্ষা সমন্বিত চাষে অপেক্ষাকৃত বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়;
- এ ক্ষেত্রে ফসল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ;
- চাষে শ্রমের নিবিড়তা অনেক বেশি;
- ব্যবস্থাপনা পদ্ধতি অত্যন্ত নমনীয় ও
- সমন্বিত চাষের সফলতা ধীরে ধীরে আসে।
সমন্বিত মৎস্য চাষের ক্ষেত্রসমূহ :
গ্রামীণ ছোট বা বড় পুকুরে মাছ চাষের সাথে অন্য একটি বা দুটি কার্যক্রম সমন্বয় করা যায় । তবে অপেক্ষাকৃত বড় খামারে দুই বা ততোধিক কার্যক্রমের সমন্বয় ঘটানো সম্ভব হয় ।
উৎপাদনের বিভিন্ন পদ্ধতি অনুযায়ী সমন্বিত মাছ চাষকে নিম্নরূপে ভাগ করা যেতে পারে। যেমন-
১. ধানক্ষেতে মাছচাষ
২. ধানক্ষেতে চিংড়ি চাষ
৩. মাছ ও মুরগির সমন্বিত চাষ
৪. মাছ ও হাঁসের সমন্বিত চাষ
৫. মাছ ও সব্জির সমন্বিত চাষ
আরও দেখুনঃ