মৎস্য গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ -জব্দ, ভোলার মেঘনায় ইলিশসহ ১৩৮ মণ মাছ- জব্দ, কুমিল্লার গোমতী নদীতে চলছে মাছ ধরার উৎসব, চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ, আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষেধ, ভোলার দুটি অভায়শ্রমে আগামীকাল থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু , মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য আজীবন- সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ | সারা সপ্তাহের খবর
ভোলার মেঘনা নদীতে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ অন্যান্য মাছ -জব্দ
মেঘনা নদী থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ -জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। রোববার রাত ৮ টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে এসব মাছ আটক করা হয়। এসময় অভায়শ্রমে আইন অমান্য করার দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেয়া হয়।
ভোলার মেঘনায় ইলিশসহ ১৩৮ মণ মাছ- জব্দ
জেলা সদরের মেঘনা নদীতে আজ ১৩৮ মণ ইলিশ ও অনান্য মাছ- জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। বৃহস্পতিবার সকালে মেঘনার রামদাসপুর এলাকায় দু’টি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় তল্লাশী করে এসব মাছ উদ্ধার করা হয়। এসব মাছের মধ্যে ১০৩ মণ ইলিশ, ১২ মণ পোয়া ও ২৩ মণ ছোট চিংড়ি মাছ রয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লার গোমতী নদীতে চলছে মাছ ধরার উৎসব
জেলার গোমতী নদীতে মাছ ধরার উৎসব। আজ ভোর ৬টা থেকে জেলার সদর উপজেলার টিক্কারচর এলাকায় মাছ ধরার এ উৎসবে যোগ দেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। ভোর থেকেই টিক্কারচরে পলো, ছিটাজাল, মই জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে মানুষজন হাজির হন গোমতী নদীর পাড়ে। এরপর তারা একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। উৎসবে যোগ দেওয়া মানুষ রুই, কাতল ও কার্পজাতীয় মাছ ছাড়াও, বোয়াল, আইড়, শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ শিকার করেছেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সব ধরণের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জেলা সদরের বড় স্টেশন মেঘনার মোহনায় সচেতনতায় আজ এক শোভাযাত্রা বের করা হয়।
আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষেধ
জেলার মেঘনা নদীতে আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময় ওই এলাকায় নদীর মাছ কেনাবেচা, মজুত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
‘মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। এ উপলক্ষে লক্ষীপর জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে সম্প্রত্রি জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির সভায় ইলিশ সম্পদ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোলার দুটি অভায়শ্রমে আগামীকাল থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু
জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার দুটি ইলিশের অভায়শ্রমে আগামীকাল এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর মধ্যে মেঘনা নদীর চর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকায় একটি অভায়শ্রম ও অন্যটি তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১’শ কিলোমিটার এলাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য আজীবন -সম্মাননা পেলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ লাভ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর হাতে রোববার সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন।
আরও দেখুনঃ