ফিকাবি ২ – ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ – এসএসসি, ভোকেশনাল

ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ – এসএসসি, ভোকেশনাল

ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ – এসএসসি, ভোকেশনাল

শিক্ষা জাতীয় জীবনের সর্বতোমুখী উন্নয়নের পূর্বশর্ত। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত-দক্ষ মানব সম্পদ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল হয়ে বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। তাই ক্রমপরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চশিক্ষার পথ সুগম হবে। ফলে রূপকল্প- ২০২১ অনুযায়ী জাতিকে বিজ্ঞানমনস্ক ও প্রশিক্ষিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা উজ্জীবিত।

Table of Contents

ফিকাবি ২ – ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ – এসএসসি, ভোকেশনাল

 

ফিকাবি ২ - ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ - এসএসসি, ভোকেশনাল

 

ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ সূচিপত্র

(প্রথম পত্র), নবম শ্রেণি

 

প্রথম অধ্যায় : মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ

দ্বিতীয় অধ্যায় : মৎস্য প্রজনন

  • মৎস্য প্রজনন
  • মাছের প্রণোদিত প্রজনন
  • প্রণোদিত প্রজননের পটভূমি
  • প্রাকৃতিক প্রজননে পরিবেশ এবং হরমোনের প্রভাব
  • মৎস্য প্রজনন অধ্যায়ের প্রশ্নমালা ২

তৃতীয় অধ্যায় : হ্যাচারি ব্যবস্থাপনা ও পরিচালনা

চতুর্থ অধ্যায় : মাছের প্রণোদিত প্রজননে প্রয়োজনীয় উপকরণ

পঞ্চম অধ্যায় : প্রণোদিত প্রজননের জন্য ব্রুড মাছ লালন-পালন

ষষ্ঠ অধ্যায় : চাষযোগ্য মাছের পরিপক্বতা ও প্রজনন আচরণ

সপ্তম অধ্যায় : হ্যাচারি রক্ষণাবেক্ষণ

ব্যবহারিক

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং-২

(দ্বিতীয় পত্র), দশম শ্রেণি

 

প্রথম অধ্যায় : ব্রুড মাছ পালন, রেণু ও ধানী পোনা উৎপাদন কর্মপরিকল্পনা

দ্বিতীয় অধ্যায় : মাছের কৌলতাত্ত্বিক উন্নয়ন ও ব্রুডস্টক ব্যবস্থাপনা

তৃতীয় অধ্যায় : পিটুইটারি গ্রন্থি সংগ্রহ ও সংরক্ষণ

চতুর্থ অধ্যায় : কৃত্রিম প্রজননের জন্য পিজি দ্রবণ তৈরি, ইনজেকশন প্রয়োগ ও প্রণোদিত প্রজনন

পঞ্চম অধ্যায় : মাছের রেণু ব্যবস্থাপনা

ষষ্ঠ অধ্যায় : মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন কৌশল

 

ফিকাবি ২ - ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ২ - এসএসসি, ভোকেশনাল

 

ব্যবহারিক

আরও দেখুনঃ

Leave a Comment