আমাদের আজকের আলোচনার বিষয় চিংড়ি পরিচিতি, জীববিদ্যা ও চাষ ব্যবস্থাপনা অনুশীলন – যা চিংড়ি পরিচিতি, জীববিদ্যা ও চাষ ব্যবস্থাপনা এর অন্তর্ভুক্ত।
অধ্যায় – ২ । চিংড়ি পরিচিতি, জীববিদ্যা ও চাষ ব্যবস্থাপনা অনুশীলন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. রপ্তানি আয়ের কত শতাংশ চিংড়ি সম্পদ থেকে আসে?
২. ঘেরে হেক্টর প্রতি চিংড়ির উৎপাদন কত?
৩. চিংড়ি কোন পর্বের প্রাণী?
৪. আর্থ্রোপোডা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৫. স্বাদু পানিতে চাষযোগ্য একটি চিংড়ির নাম লেখ ।
৬. লোনা পানিতে চাষযোগ্য একটি চিংড়ির নাম লেখ ।
৭. অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশে চাষ করা হয় এমন দুটি চিংড়ির নাম লেখ ।
৮. চিংড়ি চাষ হয় এমন প্রধান প্রধান জেলার নাম লেখ ।
৯. নিবিড় চাষ বলতে কি বুঝায়?
১০. ঘের কাকে বলে?
১১. মোল্টিং কাকে বলে?
১২. চিংড়ি কেন মোল্টিং করে বা খোলস পাল্টায়?
১৩. চিংড়ির পুকুরে কেন আশ্রয়স্থল স্থাপন করা হয়?
১৪. চিংড়ির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় এমন ২টি বস্তুর নাম লিখ।

সংক্ষিপ্ত প্রশ্ন
১. গলদা এবং বাগদা চিংড়ির মধ্যে দুইটি পার্থক্য লিখ ।
২. গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম লিখ ।
৩. গলদা চিংড়ির চারটি রোগের নাম উল্লেখ কর ।
৪. শ্রিম্প এবং প্রণের মধ্যে পার্থক্য কী?
৫. রোগাক্রান্ত চিংড়ির দুইটি লক্ষণ বর্ণনা কর ।
৬. চিংড়িকে কেন নিশাচর প্রাণী বলা হয়?
রচনামূলক প্রশ্ন
১. চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
২. আধা নিবিড় পদ্ধতিতে কীভাবে চিংড়ি চাষ করা হয় তা বর্ণনা কর ।
৩. চিংড়ির খাদ্য ও খাদ্যাভ্যাস বর্ণনা কর ।
৪. চিংড়ির আশ্রয়স্থলের গুরুত্ব কী ?
৫. চিংড়ি চাষের নেতিবাচক দিকসমূহ উল্লেখ কর এবং কীভাবে উক্ত সমস্যা সমাধান করা যেতে পারে তা আলোচনা কর ।
৬. পরিবেশগত কী কী কারণে চিংড়ি রোগাক্রান্ত হতে পারে?
৭. চিংড়ির তিনটি রোগের নাম, আক্রান্ত চিংড়ির লক্ষণ এবং রোগের প্রতিকার বর্ণনা কর।
আরও দেখুনঃ