মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ অধ্যায়ের প্রশ্নমালা ১

আজকে আমাদের আলোচনার বিষয়-মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ অধ্যায়ের প্রশ্নমালা ১

মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ অধ্যায়ের প্রশ্নমালা ১

প্রশ্নমালা-১

এক কথায় উত্তর দাও :

১। রুই-কাতলা মাছ নদীতে কোন মাসে ডিম দেয়?

২। যমুনা নদী থেকে রুই-কাতলার পোনা ধরা পড়ে এমন একটি ঘাটের নাম লেখ ।

৩ । ব্রহ্মপুত্র নদের কোথায় রুই-কাতলার প্রাকৃতিক পোনা ধরা পড়ে?

৪ । প্রাকৃতিক পোনা কম পাওয়া যাওয়ার একটি কারণ লেখ ।

৫ । চাষিরা প্রাকৃতিক পোনা মজুদ করতে কেন পছন্দ করে?

৬। প্রাকৃতিক পোনার একটি অসুবিধার কথা লেখ?

৭ । পোনা ব্যাংক কাকে বলে?

৮। নিবিড় চাষ পদ্ধতিতে কী পরিমাণ প্রাকৃতিক খাদ্য প্রয়োজন?

৯। সম্প্রসারিত চাষ পদ্ধতিতে মজুদ ঘনত্ব ও সম্পূরক খাদ্য কী পরিমাণ রাখা হয়?

১০। সম্প্রসারিত চাষ পদ্ধতি কাকে বলে?

১১ । আধা নিবিড় চাষ পদ্ধতি কাকে বলে?

১২ । নিবিড় চাষ পদ্ধতি কাকে বলে ?

 

মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ অধ্যায়ের প্রশ্নমালা ১

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১ । রুই-কাতলা মাছের প্রাকৃতিক পোনা পাওয়া যায় এমন দুইটি প্রধান নদ-নদীর প্রাপ্তিস্থানের বিবরণ দাও ।

২। দেশের বিভিন্ন উৎস হতে রেণু পোনা উৎপাদনের বিবরণ দাও?

৩ । বিভিন্ন চাষ পদ্ধতিতে মজুদ ঘনত্ব, প্রাকৃতিক খাদ্য ও সম্পূরক খাদ্যের সম্পর্ক আলোচনা কর ?

৪ । হ্যাচারিতে উৎপাদিত পোনার সুবিধা ও অসুবিধা লেখ।

৫ । ভালো পোনার বৈশিষ্ট্যগুলো লিখ ।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বর্ণনামূলক প্রশ্ন :

১। প্রাকৃতিক উৎস থেকে রেণু সংগ্রহ করা হয় এমন পাঁচটি নদী ও পোনা প্রাপ্তির স্থানের নাম লেখ ।

২। বর্তমানে দেশে মৎস্য চাষের অবস্থানুযায়ী পোনার প্রাপ্যতা ও ভবিষ্যত চাহিদা সম্পর্কে আলোচনা কর ।

৩ । প্রাকৃতিক উৎস থেকে রেণু সংগ্রহ পদ্ধতি বর্ণনা কর ।

 

মৎস্য চাষের জন্য রেণুপোনার গুণগত মান ও পরিমাণ অধ্যায়ের প্রশ্নমালা ১

আরও দেখুন:

Leave a Comment